Duars Tourism: ডুয়ার্সের পাহাড়, জঙ্গল ঘুরুন এই বাসে বসে বসেই! বর্ষার দারুণ সাইড সিইং-এর সুযোগ, অল্প খরচে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
মালবাজার আর ওদলাবাড়ি পার করে, শেষ গন্তব্যে পৌঁছয় ৬ ঘণ্টার স্বপ্নযাত্রা। কিন্তু শেষ নয়, বরং শুরু আরও ঘুরে দেখার, কারণ এই রুটে প্রতিটি সফরেই থাকে নতুন প্রেমে পড়ার সুযোগ।
advertisement
1/5

উত্তরবঙ্গের একেবারে কোণায় , ভুটান সীমান্তের সন্নিকটে পাহাড়ি সৌন্দর্যে মোড়া এক অনন্য গ্রাম — বিন্দু। সেই সৌন্দর্যঘেরা অঞ্চল থেকে ফের ছুটে চলেছে NBSTC এর ক্লাসিক ছোট চেসিস বাস — Tata 912ex (WB 63A 0602)। মেঘের চাদরে মোড়া পাহাড়ি সকাল, পাখিদের কলতান, আর দূর পাহাড়ের ছায়া।প্রকৃতি যেন নিজেই বলে — শুরু হোক যাত্রা,বিন্দু বাসস্ট্যান্ডেই শুরু হয় সেই স্বপ্ন।
advertisement
2/5
৬:৩০টায় বিন্দু থেকে ছাড়ে বাসটি, দুপুর ১২:৫০টায় পৌঁছয় শিলিগুড়ি। পথে পড়ে একের পর এক মন কেড়ে নেওয়া জায়গা জলঢাকা, ঝালং, চাপরামারি, চালসা, মালবাজার, ওদলাবাড়ি, করোনেশন ব্রিজ ও সেবক।জলঢাকার স্রোতে সীমান্ত সৌহার্দ্যনির্জন শান্ত জলঢাকা নদীর তীরে, হাইডেল প্রজেক্ট যেন দুই দেশের হাত মিলন।জলের গর্জনেও বাজে সৌহার্দ্যের সুর
advertisement
3/5
পাহাড়, জঙ্গল আর বাসের হেলান NBSTC-র ছোট চেসিস বাস বেয়ে চলে, বাঁক নেওয়া প্রতিটি রাস্তাই এক নতুন দৃশ্য। ঝালং থেকে চালসা — ছবির পর ছবি, প্রকৃতির আঁচলে জড়ানো এক জীবন্ত গল্প, রঙিন সিনেমার মতো ছবি।
advertisement
4/5
করোনেশন ব্রিজের ঐতিহ্য পেরিয়ে তিস্তার তীরে মাথা তুলে দাঁড়ানো সেতু, ইতিহাসের সাক্ষী হয়ে পথ দেখায় সেবক। নদী, পাহাড় আর কুয়াশার মোহে মোড়া, এই পথ যেন উত্তরবঙ্গের হৃদস্পন্দন।
advertisement
5/5
শেষ গন্তব্য শিলিগুড়ি — স্মৃতির শেষ স্টপেজ মালবাজার আর ওদলাবাড়ি পার করে, শেষ গন্তব্যে পৌঁছয় ৬ ঘণ্টার সপ্নযাত্রা। কিন্তু শেষ নয়, বরং শুরু আরও ঘুরে দেখার, কারণ এই রুটে প্রতিটি সফরেই থাকে নতুন প্রেমে পড়ার সুযোগ।প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে এক স্বপ্নপথ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Duars Tourism: ডুয়ার্সের পাহাড়, জঙ্গল ঘুরুন এই বাসে বসে বসেই! বর্ষার দারুণ সাইড সিইং-এর সুযোগ, অল্প খরচে