Summer Care Tips for Children: চড়া গরমে প্যাচপ্যাচে ঘামের মধ্যে কীভাবে সুস্থ রাখবেন আপনার বাচ্চাকে? জানুন চিকিৎসকের পরামর্শ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Summer Care Tips for Children: আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। প্যাচপ্যাচে গরমে সকলের গলদঘর্ম অবস্থা। এই সময় কীভাবে আপনার বাচ্চাকে সুস্থ রাখবেন, জানুন শিশুরোগ বিশেষজ্ঞের টিপস
advertisement
1/9

তীব্র গরমে চারদিকে সকলের নাজেহাল অবস্থা। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। প্যাচপ্যাচে গরমে সকলের গলদঘর্ম অবস্থা। এই সময় কীভাবে আপনার বাচ্চাকে সুস্থ রাখবেন, জানুন শিশুরোগ বিশেষজ্ঞ বীরেন্দ্র মিত্তলের মত।
advertisement
2/9
গরমে সুস্থ থাকতে মূল কথা হাইড্রেশন। আপনার সন্তানের শরীরকেও হাইড্রেডেট রাখতে হবে। চিকিৎসা সংক্রান্ত বাধা না থাকলে পর্যাপ্ত জল পান করান।
advertisement
3/9
বাচ্চাকে জলের পাশাপাশি দিন ফলের রস, ডাবের জল, লেমোনেড৷ তবে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যত কম খায়, ততই ভাল৷
advertisement
4/9
এ সময় খুব ক্লান্তি আসে৷ কাজকর্ম ধীরগতির হয়ে যায়৷ সারা দিন সন্তানকে কাজের মধ্যে রাখুন৷
advertisement
5/9
খুব দরকার না হলে বাচ্চাকে চড়া রোদে বার করবেন না৷ বেলা ১২ থেকে বিকেল ৪ পর্যন্ত যেন ঘরেই থাকে বাচ্চা৷ দেখবেন যেন অতিরিক্ত ঘাম না হয়৷
advertisement
6/9
গরম বলেই সারাদিন এসি-র ঠান্ডায় থাকা বাঞ্ছনীয় নয়৷ আলোবাতাস খেলে এরকম খোলামেলা ঘরে রাখুন বাচ্চাকে৷
advertisement
7/9
সারা দিনে ভাল করে যেন স্নান করে আপনার বাচ্চা৷ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে একাধিকবার স্নানও করাতে পারেন৷
advertisement
8/9
পেটের অসুখ থেকে বাঁচাতে বাচ্চাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে শেখান।
advertisement
9/9
বাচ্চার মধ্যে কোনও শারীরিক সমস্যা দেখা দিলে বা বাচ্চা কোনও অসুবিধের কথা বললে অবহেলা করবেন না৷ সঙ্গে সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Care Tips for Children: চড়া গরমে প্যাচপ্যাচে ঘামের মধ্যে কীভাবে সুস্থ রাখবেন আপনার বাচ্চাকে? জানুন চিকিৎসকের পরামর্শ