Chicken pox: প্রাণ কাড়তে পারে চিকেন পক্সও! কী করবেন, কীসে বিপদ, জানালেন চিকিৎসকরা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
চিকেন পক্স আক্রান্তদের ক্ষেত্রে কী করতে হবে, কী করতে হবে না, তা নিয়ে ভুল ধারণাও বিপদ ডেকে আনতে পারে বলে মত চিকিৎসকদের৷
advertisement
1/7

চিকেন পক্সও কি বিপদের কারণ হতে পারে? কলকাতায় চিকেন পক্সে আক্রান্ত হয়ে এক প্রৌঢ়ের মৃত্যুর পর এই প্রশ্নই সামনে আসছে৷ চিকিৎসকরা বলছেন, অবহেলা করলে এবং নিউমোনিয়ার মতো সমস্যা জুড়লে চিকেন পক্সও ভয়াল রূপ নিতে পারে৷ তথ্য- অভিজিৎ চন্দ
advertisement
2/7
advertisement
3/7
সংক্রমক রোগ বিশেষজ্ঞরা বলছেন, গর্ভবতী মহিলা, এচআইভি আক্রান্ত, ক্যানসার রোগীরা চিকেন পক্সে আক্রান্তহলে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে৷ তথ্য- অভিজিৎ চন্দ
advertisement
4/7
ছোটদের চিকেন পক্সের টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ বড়রাও এই টিকা নিতে পারেন৷ চিকেন পক্সে আক্রান্ত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই অ্যান্টি ভাইরাল ওষুধ প্রয়োগ করলে বাড়াবাড়ি হওয়ার আশঙ্কা কমে৷ তথ্য- অভিজিৎ চন্দ
advertisement
5/7
চিকেন পক্স আক্রান্ত রোগীকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে৷ অন্যদিকে আক্রান্ত অবস্থায় স্কুল, বাজার বা জনবহুল জায়গায় যেতে নিষেধ করছেন চিকিৎসকরা৷ তথ্য- অভিজিৎ চন্দ
advertisement
6/7
advertisement
7/7
পাশাপাশি চিকেন পক্স আক্রান্তঅবস্থায় কোনওভাবেই ঠান্ডা লাগানো চলবে না৷ উপসর্গ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷ তথ্য- অভিজিৎ চন্দ
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chicken pox: প্রাণ কাড়তে পারে চিকেন পক্সও! কী করবেন, কীসে বিপদ, জানালেন চিকিৎসকরা