Summer Health Care:গরমে কুলকুল করে ঘামেন? মুখের মেক-আপ, জামা-কাপড় সব ভিজে একশা? এই সহজ টোটকায় ঘামের সমস্যা মিটবে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
গরমে অতিরিক্ত ঘাম হয় অনেকের-ই। এটি খুব অস্বস্তিকর। এই সহজ টোটকায় ঘামের সমস্যা থেকে মুক্তি মিলবে
advertisement
1/5

গরম মানেই ঘেমে-নেয়ে একশা! মেক-আপের দফারফা! ঘাম নিয়ন্ত্রণ করতে অ্যাপল সিডার ভিনিগার কার্যকরী। ত্বকে ব্যবহার করলে ঘাম নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি অ্যাপল সিডার ভিনিগার নিয়মিত খাওয়ার ফলে ত্বকের পিএইচ স্তর ঠিক থাকে
advertisement
2/5
যাঁরা ধূমপান করেন, অ্যালকোহল ও ক্যাফেইন খান, তাঁরা স্বাভাবিকের চেয়ে ঘামেন বেশি। তাই যতটা সম্ভব এসব পরিহার করতে হবে। এতে ঘাম অনেকটাই কম হবে।
advertisement
3/5
বেকিং সোডা শরীরকে অতিরিক্ত ঘামের হাত থেকে রক্ষা করে, প্রাকৃতিকভাবে শরীরের ঘাম শোষণ করে ও দুর্গন্ধ কমায়। এছাড়া শরীরের যে অংশ বেশি ঘামে, সেখানকার পিএইচ-এর মাত্রা কমাতেও সাহায্য করে বেকিং সোডা।
advertisement
4/5
অতিরিক্ত ঘাম হলে প্রচুর জল পান করতে হবে। ফলের শরবত, গ্লোকুজ, নুন-জলও উপকারী। এতে শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে জল বার হবে না।
advertisement
5/5
অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে পারে মেথি ভেজানো জল। আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেলে অতিরিক্ত ঘাম থেকে সহজেই মুক্তি মিলবে। শরীর থাকবে সতেজ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Health Care:গরমে কুলকুল করে ঘামেন? মুখের মেক-আপ, জামা-কাপড় সব ভিজে একশা? এই সহজ টোটকায় ঘামের সমস্যা মিটবে