TRENDING:

জিন্সের প্যান্ট কতদিন অন্তর কাচা উচিত? জানেন না অনেকে, প্যান্টের বারোটা বাজে!

Last Updated:
Jeans washing tips- একটা জিন্স কম করেও ৭ থেকে ১০ বার টানা পরা যায়। যদি খুব অস্বস্তি হয়, তা হলে ৭ বার বা ১০ বার পরার পরে কেচে নিতে পারেন। কিন্তু ঘন ঘন জিন্স কাচলে তার রং উঠে যাবে।
advertisement
1/6
জিন্সের প্যান্ট কতদিন অন্তর কাচা উচিত? জানেন না অনেকে, প্যান্টের বারোটা বাজে!
বর্তমান সময়ের তরুণ-তরুণীদের কাছে জিন্স বেশ পছন্দের পোশাক। পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, টপ, টি-শার্ট বা কুর্তিসহ বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই এবং বলে তরুণ-তরুণীদের কাছে জিন্সের কদর একটু বেশিই।
advertisement
2/6
একটানা অনেক দিন পরতে পারার বাড়তি সুবিধা আছেই। অন্যান্য কাপড়ের পোশাক যেখানে একবার পরার পরই ধুয়ে দিতে হয়, সেখানে জিন্স না ধুয়েই পরা যায় অনেকবার।
advertisement
3/6
প্রশ্ন হল, জিন্স ঠিক কত বার পরার পর ধোয়া উচিত? অনেকেই সপ্তাহে দুই থেকে তিনবার পরার পর জিন্স ধুয়ে দেন, এটা কি আদৌ ঠিক? জেনে নেওয়া যাক।
advertisement
4/6
ভারতীয় ফ্যাশন ডিজাইনার ঈশা বানসালির পরামর্শ, আপনার সাধের জিন্স যত কম কাচবেন, ততই তা দীর্ঘস্থায়ী হবে। যে কোনও জিন্সই বেশি কাচাকুচি করা ঠিক নয়। টানা এক মাসও পরা যায় জিন্স।
advertisement
5/6
একটা জিন্স কম করেও ৭ থেকে ১০ বার টানা পরা যায়। যদি খুব অস্বস্তি হয়, তা হলে ৭ বার বা ১০ বার পরার পরে কেচে নিতে পারেন। কিন্তু ঘন ঘন জিন্স কাচলে তার রং উঠে যাবে। জিন্সে সাধারণত ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হয় না। তাই না কেচে পরলেও ত্বকের সমস্যা কম হবে।
advertisement
6/6
জিন্স সবসময় ঠান্ডা জলে ধোয়া উচিত। গরম বা উষ্ণ গরম জলে জিন্স কাচলে রং নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। জিন্স সবসময় হাতে ধোয়ার চেষ্টা করবেন। ওয়াশিং মেশিনে ধুলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ভেজা জিন্স তুলে রেখে পরলে ত্বকের ক্ষতি হতে পারে। জিন্স একবার পরার পরে জড়ো করে বা গুটিয়ে না রেখে হ্যাঙারে ঝুলিয়ে রাখা উচিত। এতে জিন্স অনেক দিন ভাল থাকে।জিন্সে যদি খাবারের দাগ লাগে বা সামান্য দাগছোপ লেগে যায়, তাহলে সেটুকু জায়গা পরিষ্কার করে নিলেই ভাল। একে বলে “স্পট ক্লিনিং।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জিন্সের প্যান্ট কতদিন অন্তর কাচা উচিত? জানেন না অনেকে, প্যান্টের বারোটা বাজে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল