আপনার কি পান খাওয়ার অভ্যেস আছে? তবে কীভাবে খাচ্ছেন? এখনই বদলান নিয়ম!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
আপনার কি পান খাওয়ার অভ্যেস আছে? তবে কীভাবে খাচ্ছেন? এখনই বদলান নিয়ম!
advertisement
1/5

আপনার কী পান খাওয়ার অভ্যেস আছে? খাবারের শেষে পান খাচ্ছেন? কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?পান পাতার কি গুণ আছে জানেন ? বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ড: চিন্ময় দেবগুপ্ত জানান, যে কোনও রক্তপাত কমাতে পান পাতা দাওয়াই হিসেবে কাজ করে।
advertisement
2/5
পান পাতা খুব তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে।এছাড়া যাঁদের আর্থারাইটিস আছে তাদের ব্যথা কমাতেও সাহায্য করে পান পাতা। পান খেলে হজম ভাল হয়। এছাড়া গ্যাস, অম্বলের সমস্যাও কমে। এ ছাড়াও যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাঁদের জন্যেও পান উপকারি।
advertisement
3/5
গ্যাসট্রিকের ব্যথা কমাতে পান পাতা বিশেষ ভাবে সাহায্য করে।পানে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ আছে যা ব্রণ, ফুসকুড়ি সহজেই সারিয়ে তোলে। এ ছাড়াও ত্বকে অ্যালার্জি, কালো ছোপ, সান বার্ন হলেও কয়েকটা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেঁটে লাগাতে পারেন। সুফল মিলবে।
advertisement
4/5
পান পাতা সর্দি-কাশি সারাতেও বেশ উপকারী। জলে পান পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। গরম গরম এই পানীয় পান করলে সর্দি-কাশি থেকে রেহাই মেলে।তবে মনে রাখবেন পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়। এছাড়া খালি পেটে পান খাওয়া উচিত নয়।
advertisement
5/5
পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে সংক্রমণ হতে পারে।