TRENDING:

Reduce Hair Fall: চিরুনি ছোঁয়ালে চুল, বালিশে মাথা রাখলেই চুল, অকালে টাক না পড়ে যায়! ঘরে দু'টি উপাদানেই সেরা শ্যাম্পু বানিয়ে নিন চটজলদি

Last Updated:
Reduce Hair Fall: বহু দিন ধরেই নানা ধরনের শ্যাম্পু বা তেল ব্যবহার করে ফেলেছেন, তবুও কোনও উপকার পাননি? কেমিক্যাল যুক্ত শ্যাম্পু লাগিয়ে চুলের আরও ক্ষতি হয়েছে।
advertisement
1/6
চিরুনি ছোঁয়ালেই চুল, অকালে টাক না পড়ে যায়! ঘরেই সেরা শ্যাম্পু বানিয়ে নিন চটজলদি
চুল পড়ার সমস্যা নিয়ে চিন্তিত? বাড়িতেই বানিয়ে নিন শ্যাম্পু। বহু দিন ধরেই নানা ধরনের শ্যাম্পু বা তেল ব্যবহার করে ফেলেছেন, তবুও কোনও উপকার পাননি? কেমিক্যাল যুক্ত শ্যাম্পু লাগিয়ে চুলে আরও ক্ষতি হয়েছে।
advertisement
2/6
তাহলে আপনার এই সমস্যার সমাধান এবার সহজেই করতে পারেন। চুল পড়া থামাতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া শ্যাম্পু। দোকান থেকে কেমিক্যাল যুক্ত শ্যাম্পু না কিনে ঘরে আনুন কয়েকটি উপকণ আর ঘরে বসে বানিয়ে ফেলুন প্রাকৃতিক শ্যাম্পু।
advertisement
3/6
এই শ্যাম্পুতে চুল পড়া কমে যাবে নিমেষে। কী কী উপকরণ লাগবে এই শ্যাম্পুতে? বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, এই শ্যাম্পুর প্রায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ফলে কোনও ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে।
advertisement
4/6
এই শ্যাম্পু বানাতে প্রয়োজন রিঠা। এক রাত আগে জলের মধ্যে এই রিঠা ফল ভিজিয়ে রাখুন। তার পরে সকালে রিঠার থেকে সেই বীজ বার করে নিন। এবার রিঠাটি চটকে ভাল করে সাবান তৈরি করে নিন।
advertisement
5/6
এছাড়া এই শ্যাম্পু বানাতে প্রয়োজন জবাফুলের পাপড়ির পেস্ট। ফুল ভাল করে পেস্ট করে নিন। তার পরে সেটি ওই রিঠার জলের সঙ্গে মিশিয়ে নিন।
advertisement
6/6
ব্যাস আপনার শ্যাম্পু তৈরি। এই শ্যাম্পুতে ফ্যানার পরিমাণ একটু কম হতে পারে, কিন্তু তাতে কোনও অসুবিধা হবে না। ঘরোয়া পদ্ধতিতে বানানো এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Reduce Hair Fall: চিরুনি ছোঁয়ালে চুল, বালিশে মাথা রাখলেই চুল, অকালে টাক না পড়ে যায়! ঘরে দু'টি উপাদানেই সেরা শ্যাম্পু বানিয়ে নিন চটজলদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল