Diwali 2024: আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে শ্যামাপোকা
- Published by:Ananya Chakraborty
 - hyperlocal
 - Reported by:ANIRBAN ROY
 
Last Updated:
Insects Attack: আলো জ্বালালেই ঘরে ঢুকে যায় পোকা? শ্যামা পোকা থেকে শুরু করে সব পোকা কালী পুজোর আগে কেন ঢুকে পড়ে ঘরে? জানুন কীভাবে তাড়াবেন!
advertisement
1/5

নিমপাতার ডাল সুন্দর করে কেটে এনে ঘরের কোণায় ঝুলিয়ে রাখতে পারেন। পোকা-মাকড়ের জ্বালাতন কমে যাবে। এছাড়া নিমপাতা শুকিয়ে গুড়ো করে ছোট্ট এক টুকরো কাপড়ে পুঁটলি বানিয়ে ঘরের আসবাবপত্রের আড়ালে লুকিয়ে রাখুন। পোকামাকড় অনেকটাই কমে যাবে। রান্নাঘরের জন্যও একই পরামর্শ।
advertisement
2/5
গোলমরিচ এই পোকা তাড়াতে খুব সাহায্য করে। এর জন্য এক কাপ জলে ২ চা চামচ গোলমরিচ গুড়ো গুঁড়ো মিশিয়ে নিন। তারপর একটি স্প্রে বোতলে ভরে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন। দেখবেন গোলমরিচ বাড়িতে পোকামাকড় আসতে দেবে না।
advertisement
3/5
নির্দিষ্ট ঘরের লাইটে পোকার উপদ্রব বেশি হলে কোনো পাত্রে বেশকিছু জল নিয়ে অল্প একটু কেরোসিন মিশিয়ে ঘরের যে লাইটে পোকামাকড়ের উপদ্রব হয় তার নিচে পেতে রেখে দিতে পারেন। প্রচুর পোকামাকড় মারা পড়বে।
advertisement
4/5
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেই ঘরবাড়ি ঝাড়ু দিন যাতে কোনো পোকামাকড় না থাকে। এরপর লিকুইড এন্টিসেপটিক দিয়ে ঘর মুছে নিন। সহজে পোকামাকড়ের আসবে না।
advertisement
5/5
রিনা কুমার বলেন,' পোকামাকড়ের হাত থেকে পরিত্রাণ পেতে, বেকিং সোডা এবং লেবুর রস ব্যবহার করতে পারেন। এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা এবং ২টি লেবুর রস ছেঁকে নিন। এবার এই দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের সব কোণায় স্প্রে করুন। এতে ঘরে উপস্থিত পোকামাকড় সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবে।'
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diwali 2024: আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে শ্যামাপোকা