Hemorrhagic Pancreatitis: ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Hemorrhagic Pancreatitis: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা বলছেন, অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস ছিল তাঁর। এছাড়া ময়নাতদন্তে চিকিৎসকরা দেখেছেন, সৃঞ্জয়ের হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বেশি। কিডনি ও লিভারের আকারও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
advertisement
1/8

বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালেই নিউ টাউনে নিজের ফ্ল্যাট থেকে বছর সাতাশের যুবক প্রীতমের অচৈতন্য দেহ উদ্ধার হয়৷
advertisement
2/8
হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের পর সন্ধ্যায় নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হয় প্রীতমের৷ সেখানেই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ৷ প্রথমে শোনা গিয়েছিল প্রীতম আত্মঘাতীই হয়েছেন৷ যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে প্রীতম মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলেই সূত্রের খবর৷
advertisement
3/8
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা বলছেন, অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস ছিল তাঁর। এছাড়া ময়নাতদন্তে চিকিৎসকরা দেখেছেন, সৃঞ্জয়ের হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বেশি। কিডনি ও লিভারের আকারও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। চিকিৎসকদের বক্তব্য, রক্তচাপ বেশি থাকলে এমনটা হতে পারে।
advertisement
4/8
চিকিৎসকদের অনুমান, সৃঞ্জয়ের অগ্ন্যাশয়ে কোনও রকমের প্রদাহ হয়েছিল। অগ্ন্যাশয়ে ক্রমাগত রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে আভাস ময়নাতদন্তের রিপোর্টে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কোনওরকম ‘ফাউল প্লে’ বা আত্মহত্যার উল্লেখ নেই।
advertisement
5/8
তবে, এই অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস আসলে কী? আমেরিকান জার্নাল অফ সার্জারির তথ‍্য অনুসারে, হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের একটি গুরুতর রূপ। অগ্ন্যাশয়ের ভিতরে বা চারপাশে রক্তপাত ঘটতে থাকে এতে। তীব্র এবং দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস মৃত্যুও ডেকে আনতে পারে।
advertisement
6/8
সাধারণত প্রদাহ বা নেক্রোসিসের কারণে রক্তনালিতে ব্যাঘাতের কারণে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট, পেরিটোনিয়াল গহ্বর বা রেট্রোপেরিটোনিয়ামে রক্তক্ষরণ হতে পারে।
advertisement
7/8
হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস সাধারণত তখন ঘটে যখন অগ্ন্যাশয়ের উৎসেচকগুলি বেরিয়ে আসে এবং কাছাকাছি থাকা রক্তনালিগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে রক্তপাত হয়। নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।
advertisement
8/8
উপসর্গ কী কী-এই রোগের ফলে পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের মতো উপসর্গ দেখা দেয়। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের কারণে একাধিক অঙ্গ বিকলও হতে শুরু করে। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hemorrhagic Pancreatitis: ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?