TRENDING:

Digha Pithe Puli Utsav: শীতে দিঘা ভ্রমণ আরও আনন্দময়! খাদ্যরসিকদের জন্য অপেক্ষা করছে বড় চমক! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন

Last Updated:
Digha Pithe Puli Utsav: এই শীতে দিঘা ভ্রমণ আরও আনন্দময়। রামনগরে শুরু হয়েছে পিঠে পুলি উৎসব! সমুদ্রস্নানের পরে মিলছে পিঠে উৎসবের স্বাদ।
advertisement
1/6
শীতে দিঘা ভ্রমণ আরও আনন্দময়! খাদ্যরসিকদের জন্য অপেক্ষা করছে বড় চমক!
শীতের মরশুমে এবার দিঘা ভ্রমণে বাড়তি চমক। সামুদ্রিক মাছের পাশাপাশি পাবেন নানান রকমের পিঠে। জিভে জল আনা সব রকমারি পিঠে পসরা সাজিয়ে বসেছেন মহিলারা। দিঘায় কাছেই শুরু হয়েছে পিঠেপুলি উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর গোবরা সম্প্রীতি উৎসব কমিটির উদ্যোগে এই পিঠেপুলি ও সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়েছে।। একই ছাতার নীচে হরেক রকমের টাটকা পিঠে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও স্টল থেকে কিনে খেতে পারবেন জিভে জল আনা সব পিঠে। মহিলারা প্রতিদিন নতুন নতুন পিঠে বানিয়ে পসরা সাজিয়ে বসছেন। শীতের সমুদ্রের শান্ত বাতাস আর টাটকা পিঠে। পর্যটকরা সমুদ্রস্নান সেরে সন্ধ্যে হলেই পিঠে পুলি উৎসবে এসে হাজির হচ্ছেন। বিভিন্ন ধরণের মিষ্টি, নারকেল, চিঁড়া দিয়ে তৈরি পিঠে নজর কাড়ছে পর্যটকদেরও। পিঠের স্বাদও অতুলনীয়।
advertisement
3/6
বুধবার আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের সূচনা করেন রামনগরের বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দশ দিনব্যাপী চলবে এই পিঠে পুলি উৎসব। প্রতিদিন থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া নানান সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
advertisement
4/6
শীতের মরশুমে দিঘায় ঘুরতে আসা পর্যটকদের কাছে বাড়তি সুযোগ হয়ে উঠেছে এই উৎসব। সকালবেলায় সমুদ্রস্নান, সন্ধ্যায় পিঠে পুলি উৎসবের আনন্দ। মহিলারা পিঠে বানিয়ে পসরা সাজিয়েছেন। এক‌ই ছাতার তলায় হরেক রকমের পিঠে। সামুদ্রিক মাছের পাশাপাশি এখন এই পিঠে পুলি উৎসবের স্বাদ পর্যটকদের আলাদাই আনন্দ দিচ্ছে। শীতের এই মরশুমে দিঘা ভ্রমণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
advertisement
5/6
আয়োজকদের অন্যতম বিশ্বরঞ্জন মিশ্র জানান, “এটা আমরা দ্বিতীয় বর্ষ পদার্পণ করল। আমাদের লক্ষ্য পর্যটক ও স্থানীয় মানুষদের আনন্দ দেওয়া। পিঠে পুলি উৎসবের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও যুক্ত করেছি। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই অংশগ্রহণ করতে। মহিলারা প্রতিদিন নতুন নতুন পিঠে তৈরি করছেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও বেশ খুশি। এই উৎসব এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছে।"
advertisement
6/6
দশ দিনব্যাপী এই উৎসবে থাকবে নানান আয়োজন। পিঠে পুলি উৎসবের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্যটকরা এখন সকালে সমুদ্রস্নান এবং বিকেলে পিঠে পুলি উৎসব উপভোগ করতে পারবেন। একই ছাত্র তলায় সব স্টলগুলোতে থাকবে নানান স্বাদের টাটকা পিঠে। শীতের মরশুমে এখন পর্যটকদের কাছে দিঘা ভ্রমণে বাড়তি চমক হয়ে উঠেছে এই পিঠে পুলি উৎসবে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha Pithe Puli Utsav: শীতে দিঘা ভ্রমণ আরও আনন্দময়! খাদ্যরসিকদের জন্য অপেক্ষা করছে বড় চমক! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল