TRENDING:

Digha New Year Celebrations: বর্ষবরণে দিঘায় বিদেশি মেজাজ! সমুদ্রের ওপর আতশবাজির ফোয়ারা, ঘুরবে প্রমোদতরী, আর কী কী চমক থাকছে, জানুন

Last Updated:
Digha New Year Celebrations: বর্ষবরণে বিদেশি ধাঁচে সাজছে দিঘা। সমুদ্রের উপর আতশবাজি, আলোকসজ্জা, সান্তাক্লজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উৎসবের আবহে ভরপুর থাকবে শহর।
advertisement
1/6
বর্ষবরণে দিঘায় বিদেশি মেজাজ! সমুদ্রের ওপর আতশবাজির ফোয়ারা,  আর কী কী চমক থাকছে, জানুন
দিঘায় বর্ষবরণে রাতে থাকছে বিশেষ চমক। বিদেশী ধাঁচে আলোকসজ্জা থেকে শুরু করে আতশবাজি প্রদর্শন। সৈকত শহর দিঘাকে নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেজে উঠবে জগন্নাথমন্দিরের সামনের রাস্তাও। বড়দিন থেকে বর্ষবরণ—দিঘা থাকবে উৎসবের আবহ। পর্যটকদের ভিড় সামলাতেও প্রস্তুতি বাড়াচ্ছে প্রশাসন। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
পর্ষদের তরফে, নিউ দিঘা ও ওল্ড দিঘার সমস্ত হোটেল মালিকদের ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তুলতে হবে। শহরকে সম্পূর্ণ উৎসবের রূপ দিতে চায় পর্ষদ। এতে বর্ষবরণের রাতে পর্যটকদের অভিজ্ঞতা আরও বাড়বে। হোটেলগুলির সামনে বিশেষ লাইট লাগানো হচ্ছে। দোকান ও রেস্তোরাঁতেও বাড়ছে সাজসজ্জা। ৩১ শে ডিসেম্বর সন্ধ্যা নামলেই দিঘা জুড়ে দেখা যাবে আলোর ঝলকানি।
advertisement
3/6
এবার প্রথমবার দিঘায় সমুদ্রের উপর আতশবাজি প্রদর্শনী হবে। বিদেশের মতোই হবে আয়োজন। দুটি জলযান থাকবে সমুদ্রে। একটি ওল্ড দিঘায়। অন্যটি নিউ দিঘায়। ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতেই শুরু হবে আতশবাজি প্রদর্শনী। আকাশ রঙিন আলোয় ভরে উঠবে। সমুদ্রপাড়েও চলবে আতশবাজির খেলা। পর্যটকদের জন্য এটি হবে স্মরণীয় মুহূর্ত। প্রশ্ন-উত্তর উপর জানানো হয়েছে, পর্যটকদের ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
4/6
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। তাই বড়দিন ও বর্ষবরণকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত দিঘায় ঘুরবে ৭ জন সান্তাক্লজ। তারা খুদেদের চকলেট বিলি করবে। শহর জুড়েই থাকবে উৎসবের আবহ। লাইটিং, সাউন্ড, ছোট ছোট শো—সব মিলিয়ে জমজমাট পরিবেশ।
advertisement
5/6
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিশেষ আয়োজনের কথা জানানো হয়েছে। বর্ষবরণের রাতে থাকছে সেলিব্রেটিদের নিয়ে অনুষ্ঠান। নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা হবে বিশ্ব বাংলা পার্কের কাছেই। খোলা আকাশের নিচে সমুদ্রপাড়ে বসে পর্যটকরা উপভোগ করতে পারবেন অনুষ্ঠান। হোটেল মালিকরা বলছেন, এ বছর দিঘায় পর্যটক সংখ্যা আরও বাড়বে।
advertisement
6/6
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, “সব কর্মসূচির প্রস্তুতি প্রায় শেষ। পর্যটকদের সুবিধার জন্য বিশেষ হেল্পডেস্ক থাকবে। ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। আতশবাজি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তাক্লজ ঘোরাফেরা—বর্ষবরণে নতুন সাজে দেখতে পাবেন দিঘাকে।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha New Year Celebrations: বর্ষবরণে দিঘায় বিদেশি মেজাজ! সমুদ্রের ওপর আতশবাজির ফোয়ারা, ঘুরবে প্রমোদতরী, আর কী কী চমক থাকছে, জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল