Digha Tourism: শীতের ছুটিতে দিঘা ভ্রমণ হবে আরও রঙিন! বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, জানুন পর্যটকদের জন্য নতুন আকর্ষণ কী কী থাকছে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha Tourism: নিউ দিঘার অমরাবতী পার্কের নতুন সাজ! শীতের ভিড়ের আগে যোগ হল লন্ডন বাসের রেপ্লিকা ও আধুনিক আকর্ষণ
advertisement
1/7

দোরগোড়ায় শীত। তার আগে পর্যটকদের আকৃষ্ট করতে নতুন রূপে সেজে উঠতে শুরু করেছে সৈকত শহর দিঘা। শীতের মরসুমে প্রতি বছর দিঘায় পর্যটকদের ঢল নামে, সে কথা মাথায় রেখে ডিসেম্বর এর আগে দিঘাকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ দিঘার অমরাবতী পার্ককে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। (তথ্য-মদন মাইতি)
advertisement
2/7
দীর্ঘদিনের পুরোনো রুপ বদলে এবার পার্কের প্রতিটি কোণায় আনা হচ্ছে আধুনিক মনোরঞ্জনের ছোঁয়া। ডিসেম্বরের মধ্যেই পার্কের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পর্যটকদের ভিড় বাড়ার আগেই নতুন সাজের দিঘার স্বাদ দিতে চাইছে প্রশাসন। ইতিমধ্যেই পার্কে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা।
advertisement
3/7
এবার দিঘায় এসে পর্যটকরা অমরাবতী পার্ক কে একেবারে ভিন্ন আঙ্গিকে দেখবেন। লন্ডনের রাস্তায় যে বিখ্যাত দোতলা বাস চলে, তার একেবারে হুবহু রেপ্লিকা চলবে পার্কের ভিতরে। ছোট-বড় সবার জন্যই এটি হবে বিশেষ আকর্ষণ। পাশাপাশি বসান হচ্ছে আধুনিক প্রযুক্তির ‘লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম’, যাতে সন্ধে নামলেই পুরো পার্ক আলোর খেলায় ঝলমল করে ওঠে।
advertisement
4/7
পার্কের দায়িত্বপ্রাপ্ত লিজ় প্রাপক সংস্থার দাবি, পর্যটকদের বাড়তি বিনোদনের কথা মাথায় রেখে এই ধরনের আকর্ষণীয় আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে এই সব কাজ চালুর জন্য প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে।
advertisement
5/7
কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, পার্কের পুরনো রোপওয়ের সুরক্ষা পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যন্ত্রাংশের নিরাপত্তা, চালনার ব্যবস্থা—সব কিছু নতুন করে যাচাই করা হয়েছে যাতে পর্যটকরা নিশ্চিন্তে রোপওয়ে উপভোগ করতে পারেন।
advertisement
6/7
এমনিতেই শীতের ছুটিতে দিঘায় পর্যটকদের ভিড় বাড়ে, এ বার তার সঙ্গে যুক্ত হয়েছে জগন্নাথ মন্দিরের বাড়তি আকর্ষণ। তাই প্রশাসনের ধারণা—এ বছর দিঘায় পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। পর্যটকদের সেই ভিড় টানতেই অমরাবতী পার্ককে নতুন সাজে সাজান হচ্ছে। ডিসেম্বরের আগেই বেশির ভাগ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
7/7
ইতিমধ্যে বহু পর্যটক নতুন সাজের অমরাবতী পার্ক দেখতে আসতে শুরু করেছেন। আলোকসজ্জা, নতুন রাইড এবং লন্ডন বাসের রেপ্লিকা ঘিরে তাদের মধ্যে যথেষ্টই উৎসাহ দেখা যাচ্ছে। শীতের মরসুমে দিঘা ভ্রমণের অভিজ্ঞতা এবার আরও রঙিন, আরও আকর্ষণীয় হতে চলেছে। (তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha Tourism: শীতের ছুটিতে দিঘা ভ্রমণ হবে আরও রঙিন! বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, জানুন পর্যটকদের জন্য নতুন আকর্ষণ কী কী থাকছে