TRENDING:

'কোবরা' ও 'কিং কোবরা' সাপের মধ্যে তফাৎ কী? এই দুই বিষধর সাপ গুলিয়ে ফেলেন অনেকেই...! কোনটা কেমন?

Last Updated:
Snake Facts: আদতে কি এই দুই সাপ একই গোত্রের? অনেকেই ভাবে, কিং কোবরা হয়তো কোবরার একটি বড় আকার। কিন্তু বিজ্ঞান বলছে, দু’টি সম্পূর্ণ আলাদা প্রজাতি।
advertisement
1/10
'কোবরা' ও 'কিং কোবরা' সাপের মধ্যে তফাৎ কী? এই দুই বিষধর সাপ গুলিয়ে ফেলেন অনেকেই...!
সাপ নিয়ে মানুষের জিজ্ঞাসা ও কৌতূহলের শেষ নেই। তাদের মধ্যে কিছু প্রাণী বিষধর, আবার কিছু একেবারে নিরীহ। কিন্তু "কোবরা" শব্দটি শুনলেই অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। অথচ অনেকেই জানেন না, কোবরা একটিমাত্র সাপ নয়—এর নানা প্রজাতি রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল 'কিং কোবরা'—যে নামেই তার রাজার মতো অবস্থান বোঝা যায়। কিন্তু আদতে কি এই দুই সাপ একই গোত্রের?
advertisement
2/10
অনেকেই ভাবে, কিং কোবরা হয়তো কোবরার একটি বড় আকার। কিন্তু বিজ্ঞান বলছে, দু’টি সম্পূর্ণ আলাদা প্রজাতি। তাদের গঠন, আচরণ, বিষের ক্ষমতা এবং খাদ্যাভ্যাস—সবকিছুতেই রয়েছে বিস্তর ফারাক। চলুন জেনে নিই, কীভাবে আলাদা করা যায় কোবরা ও কিং কোবরাকে, এবং কেন এই পার্থক্য জানা গুরুত্বপূর্ণ।
advertisement
3/10
কোবরা ও কিং কোবরা দেখতে প্রায় একই রকম হলেও, আসলে এরা একে অপরের থেকে একেবারেই আলাদা। দুই প্রজাতিই বিষধর হলেও, গঠন, স্বভাব ও আকারে রয়েছে বিস্তর ফারাক।
advertisement
4/10
বৈজ্ঞানিক দিক থেকে পার্থক্য: সাধারণ কোবরা, যাকে আমরা 'ইন্ডিয়ান কোবরা' বা Naja naja নামে চিনি, তা মূলত 'নাজা' (Naja) গণভুক্ত। অন্যদিকে, কিং কোবরা একেবারে আলাদা একটি গণের অন্তর্গত, যার বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah।
advertisement
5/10
আকারে পার্থক্য: কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। এরা লম্বায় ১৮ ফুট পর্যন্ত হয়, যেখানে সাধারণ কোবরা সাধারণত ৬ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হয়।
advertisement
6/10
আচরণগত পার্থক্য: কিং কোবরা সাধারণত একাকী জীবনযাপন করে এবং অন্যান্য কোবরার তুলনায় তুলনামূলক শান্ত স্বভাবের হয়, যদিও বিপদের মুখে পড়লে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোবরা তুলনায় বেশি আক্রমণাত্মক ও সতর্ক।
advertisement
7/10
বিষের ক্ষমতা: কিং কোবরার বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত হানে এবং মাত্র এক কামড়েই একটি হাতিকে মারতে পারে, যদিও সাধারণ কোবরার বিষেও রয়েছে প্রাণঘাতী ক্ষমতা।
advertisement
8/10
বাসস্থান ও বিস্তার: কিং কোবরা মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন—এই অঞ্চলগুলিতে এদের দেখা মেলে। সাধারণ কোবরা ভারত সহ দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলে বিস্তৃত।
advertisement
9/10
উল্লেখযোগ্য বিষয়: এমনকি কিং কোবরা একমাত্র সাপ, যারা ডিম পাড়ার আগে বাসা তৈরি করে। মাদি কিং কোবরা শুকনো পাতা দিয়ে গাছের গুঁড়ির কাছে এক ধরনের বাসা বানায় এবং সেখানেই ডিম দেয় ও পাহারা দেয়।
advertisement
10/10
সাপ নিয়ে মানুষের ভয় বরাবরই প্রবল। তবে সব বিষধর সাপ সমান নয়। কোবরা ও কিং কোবরা—দুই প্রজাতির সাপের বৈজ্ঞানিক ও আচরণগত পার্থক্য জানলে সহজেই বুঝে নেওয়া যায়, এরা আদতে একে অপরের চেয়ে কতটা আলাদা। তাই বনাঞ্চলে বা গ্রাম্য অঞ্চলে এমন সাপের মুখোমুখি হলে সাবধান থাকা জরুরি, কিন্তু সচেতনতাও একই সঙ্গে দরকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'কোবরা' ও 'কিং কোবরা' সাপের মধ্যে তফাৎ কী? এই দুই বিষধর সাপ গুলিয়ে ফেলেন অনেকেই...! কোনটা কেমন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল