Difference: অনেক শিক্ষিত লোকও নাকানি-চোবানি খাবে, আপনি কি জানেন বাথরুম-ওয়াশরুম-টয়লেটের মধ্যে পার্থকী কী? উত্তরে চমকাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Difference: এই তিনটি শব্দে শৌচালয় বোঝালেও, এগুলির প্রতিটির অর্থে কিছু পার্থক্য রয়েছে। অনেক শিক্ষিত মানুষই এই পার্থক্য জানেন না। আপনি জানেন?
advertisement
1/7

দৈনন্দিন জীবনে বাথরুম, ওয়াশরুম এবং টয়লেট শব্দগুলি আমরা মাঝে মাঝেই ব্যবহার করি। বেশিরভাগ সময় এই শব্দগুলি আলাদা আলাদা ব্যবহার হয়।
advertisement
2/7
কিন্তু আপনি কি জানেন এগুলির প্রত্যেকটির আলাদা কিছু অর্থ রয়েছে।
advertisement
3/7
এই তিনটি শব্দে শৌচালয় বোঝালেও, এগুলির প্রতিটির অর্থে কিছু পার্থক্য রয়েছে। অনেক শিক্ষিত মানুষই এই পার্থক্য জানেন না।
advertisement
4/7
সকলের জানা উচিত, কোনটা কী। কোনটি বাথরুম, কোনটি ওয়াশরুম আর কোনটি টয়লেট।
advertisement
5/7
বাথরুম খুব পরিচিত শব্দ। যা সব বাড়িতেই থাকে। যেখানে স্নান করার বন্দোবস্ত থাকে এবং টয়লেট সিট থাকে। সব বাড়িতে টয়লেট সিট থাকলেও, অনেক বাড়িতে আলাদা ভাবেও থাকে।
advertisement
6/7
ওয়াশরুম হল সেই জায়গা, সেখানে টয়লেট সিট ও বেসিন থাকে। ওয়াশরুমে স্নান করার জায়গা বা জামাকাপড় বদলের জায়গা আলাদা ভাবে থাকে না।
advertisement
7/7
টয়লেট হল সেই জায়গা সেখানে শুধু প্রস্রাব করা যায়। আলাদা করে হাত ধোওয়ার জায়গা থাকে না। এই তিন শব্দের অর্থ জেনে ব্যবহার করা ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Difference: অনেক শিক্ষিত লোকও নাকানি-চোবানি খাবে, আপনি কি জানেন বাথরুম-ওয়াশরুম-টয়লেটের মধ্যে পার্থকী কী? উত্তরে চমকাবেন!