TRENDING:

Diabetes Control Tips: আপনার পায়ে এই লক্ষণগুলো নেই তো? থাকলে কিন্তু সতর্ক হন! আপনার Sugar Level বাড়ছে

Last Updated:
Diabetes Control Tips: ডায়াবেটিসের সমস্যা আজকাল ঘরে ঘরে। কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবেটিসের। এগুলি ছাড়াও, ডায়াবেটিসের কিছু লক্ষণ ফুটে ওঠে পায়ে। আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক -
advertisement
1/7
আপনার পায়ে এই লক্ষণগুলো নেই তো? থাকলে কিন্তু সতর্ক হন! আপনার Sugar Level বাড়ছে
ডায়াবেটিসের সমস্যা আজকাল ঘরে ঘরে। ক্রমশ বাড়তে থাকা অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস থেকে মানসিক স্ট্রেসের কারণে এখন অল্প বয়সেই অনেকে আক্রান্ত হচ্ছেন লেভেল ওয়ান ও লেভেল টু ডায়াবেটিসে। রক্তে ইনসুলিনের অভাবই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ।
advertisement
2/7
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে একে একে ক্ষতিগ্রস্ত হতে থাকে কিডনি, হার্ট, চোখ ও নার্ভসহ শরীরের নানা অঙ্গ। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা পায়ের নানা সমস্যায় বেশি ভোগেন। চিকিৎসা ক্ষেত্রে একে বলে 'ডায়াবেটিক ফুট'।
advertisement
3/7
তবে আপনি যদি জীবনের কিছু অভ্যাসে খানিক পরবর্তন আনতে পারেন তাহলে ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা বেশ কিছুটা নিয়ন্ত্রণে রাখা যাবে, এমনটাই মত চিকিৎসকদের। তার জন্য প্রতি দিন নিয়ম করে করতে হবে শরীরচর্চা, আর স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা।
advertisement
4/7
ঘন ঘন প্রস্রাব ও তেষ্টা পাওয়া, ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষত না সারা, ওজন কমে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া যাওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবেটিসের। এগুলি ছাড়াও, ডায়াবেটিসের কিছু লক্ষণ ফুটে ওঠে পায়ে। আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক -
advertisement
5/7
পায়ে ডায়াবেটিসের লক্ষণ ১) পায়ে ব্যথা, জ্বালা, ঝিনঝিন করা, পা লাল হওয়া এবং অসাড় হয়ে যাওয়া। ২) পায়ের ঘা এবং ক্ষত না শোকানো। ঠিকমতো রক্ত প্রবাহ না হওয়ার কারণে এমন সমস্যা হয়। রক্তনালীগুলি সরু ও শক্ত হয়ে যায় এবং রক্ত সাধারণত যে ভাবে প্রবাহিত হয়, ডায়াবেটিসে আক্রান্ত হলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না।
advertisement
6/7
৩) পায়ের নীচে বা বুড়ো আঙুলের নীচে ফোসকা, ঘা অথবা আলসার হওয়া। ৪) পায়ের আকৃতি পরিবর্তন হওয়া।
advertisement
7/7
৫) পায়ের পাতা ভারি হয়ে যাওয়া, পা ফেলতে সমস্যা, পায়ের ত্বক শুষ্ক হওয়া, ত্বক ফাটা, গোড়ালি ফাটা, আঙুলের মাঝখানে চামড়া ফাটা, চামড়া ওঠা। ৬) ত্বকের রঙে পরিবর্তন। ৭) গোড়ালি বা পায়ে ফোলাভাব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes Control Tips: আপনার পায়ে এই লক্ষণগুলো নেই তো? থাকলে কিন্তু সতর্ক হন! আপনার Sugar Level বাড়ছে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল