Dhanteras 2023:Yam DeepDan: আগামিকাল ধনতেরসে যমদেবতার উদ্দেশে এভাবে জ্বালুন প্রদীপ! দূর হবে অর্থাভাব
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dhanteras 2023: Yam DeepDan: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনত্রয়োদশী তিথিতে যমের দীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
1/9

দীপাবলির অনুষ্ঠান পাঁচদিন ধরে পালিত হয়। তার মধ্যে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনতেরস বা ধনত্রয়োদশী পার্বণ।
advertisement
2/9
এ বছর ধনতেরস পালিত হবে ১০ নভেম্বর, শুক্রবার। সেদিন দুপুর ১২.৩৫ মিনিটে ত্রয়োদশী তিথি শুরু। এই পুণ্যতিথি থাকবে দুপুর ১.৫৭ মিনিট পর্যন্ত।
advertisement
3/9
প্রদোষকাল থাকবে বিকেল ৫.০৯ থেকে সন্ধ্যা ৭.৪২ মিনিট পর্যন্ত। বৃষভকালের স্থায়িত্ব বিকেল ৫.২৭ থেকে ৭.২৭ পর্যন্ত।
advertisement
4/9
ধনতেরস পুজোর মুহূর্ত বিকেল ৫.২৭ থেকে সন্ধ্যা ৭.২৭ পর্যন্ত।
advertisement
5/9
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনত্রয়োদশী তিথিতে যমের দীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
6/9
অনেক পরিবারে ধনত্রয়োদশীতে পালন করা হয় ছোটি দিওয়ালি। আবার অনেক পরিবারে প্রজ্বলিত হয় যম দীপক।
advertisement
7/9
বাড়ির দক্ষিণ কোণে যমদেবতার উদ্দেশে প্রজ্বলিত করা হয় এই দীপ। তবে যমের দীপ কখনওই বাড়ির ভিতের প্রজ্বলন করবেন না। তাহলে জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে।
advertisement
8/9
পরিবারের সব সদস্য বাড়িতে ফেরার পর বাড়ির বাইরে দক্ষিণ কোণে জ্বেলে দিন যম দীপক। কারণ এই দীপ প্রজ্বলনের পর কারওর বাড়ি থেকে বাইরে বার হওয়া নিষিদ্ধ।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dhanteras 2023:Yam DeepDan: আগামিকাল ধনতেরসে যমদেবতার উদ্দেশে এভাবে জ্বালুন প্রদীপ! দূর হবে অর্থাভাব