Honeymoon Destination: মধুচন্দ্রিমায় নিরিবিলিতে কাটবে দিনগুলি, যেতে এই জায়গাগুলিতে... জেনে নিন
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
মধুচন্দ্রিমায় নিরিবিলিতে কাটবে দিনগুলি, যেতে এই জায়গাগুলিতে... জেনে নিন বিয়ের পর মধুচন্দ্রিমা সকলের কাছেই খুব স্পেশাল। অনেকেই মধুচন্দ্রিমা কাটাতে বিদেশ যেতে চান। কিন্তু, ভারতে এমন অনেক জায়গা রয়েছে যা আপনার মধুচন্দ্রিমা করে তুলবে সুন্দর, আকর্ষণীয়। দেখে নেওয়া যাক ভারতের এমন কয়েকটি হানিমুন ডেস্টিনেশন যেখানে নিভৃতে কাটাতে পারবেন আপনার জীবনের সুন্দর দিনগুলি-
advertisement
1/7

উদয়পুর- হ্রদের শহর বলে পরিচিত রাজস্থানের এই রাজকীয় জায়গায় ঘুরেই আসতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে নিভৃতে কয়েকটা দিন কাটানোর জন্য অন্যতম উপযোগী এই স্থান। ঘুরেই আসতে পারেন রাজস্থান রাজ্যের এই সুন্দর শহরটি।
advertisement
2/7
মুন্নার- নিরিবিলিতে সময় কাটানোর জন্য ডেস্টিনেশন হতে পারে কেরল। কেরল রাজ্যের সুন্দর শহর মুন্নারে দুজনে ঘুরেই আসতে পারেন। শহরের নানাবিধ মশলাপাতি ছাড়াও ট্রি-হাউজে থাকার অভিজ্ঞতাও উপভোগ করতে পারেন।
advertisement
3/7
গোয়া- যদি দুজনেই সমুদ্র ভালবাসেন তবে গন্তব্য হতেই পারে গোয়া। সারা সকাল বালুকাবেলায় সময় কাটানোর পর রাতে বেলাভূমিতে মোমবাতির আলোয় সান্ধ্যভোজন। দুজনেরই সময় ভাল কাটবে।
advertisement
4/7
সিমলা- সমুদ্র যদি গন্তব্য না হয় তবে ডেস্টিনেশন হতেই পারে শৈল শহর সিমলা। মল রোড ধরে হাঁটতে হাঁটতে টুকিটাকি কেনাকাটি থেকে টয়ট্রেনে চড়া। শৈল শহরে দুজনে ঘুরতে ঘুরতেই দুজনে দুজনকে নতুন করে খুঁজে নিতে পারেন।
advertisement
5/7
আন্দামান- যদি নিরিবিলিতে কিছু সময় কাটাতে চান তবে ঘুরে আসতে পারেন আন্দামান দ্বীপপুঞ্জে। হ্যাভলক দ্বীপপুঞ্জে জলের তলায় একসঙ্গে করতে পারেন স্কুবা ডাইভিং থেকে স্নরকেলিং।
advertisement
6/7
মানালি- বরফের ছোঁয়া পেতে দুজনে ঘুরে আসতে পারেন হিমাচলের মানালি। বরফমোড়া পাহাড় ঝকঝকে সাজানো গ্রাম দেখে দুজনেই বারবার প্রেমে পড়বেন এই স্থানের।
advertisement
7/7
দার্জিলিং- পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিং ও হতেই পারে আপনাদের দুজনের ডেস্টিনেশন। কারণ ছবির মতন সাজানো বাড়ি, রাস্তা কিংবা গ্রাম দেখে বারবার প্রেমে পড়বেন দুজনে। ঘুরেই আসতে পারেন বাংলার এই শৈল শহরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Honeymoon Destination: মধুচন্দ্রিমায় নিরিবিলিতে কাটবে দিনগুলি, যেতে এই জায়গাগুলিতে... জেনে নিন