Interior Design: নিমেষে পাল্টে যাবে ঘরের সৌন্দর্য! অন্দরসজ্জায় যোগ করুন বনসাই, ক্যাকটাস
- Reported by:
- hyperlocal
Last Updated:
বাড়ির ইন্টিরয়র ডিজাইনে সৌন্দর্য বৃদ্ধি করতে বসান বনসাই। বনসাই হল বৃক্ষজাতীয় গাছের ক্ষুদ্র সংস্করণ। এটি ঘরের ইন্টিরয়র ডিজাইনে কাজে লাগে।
advertisement
1/5

বাড়ির ইন্টিরিয়র ডিজাইন বা সৌন্দর্য বৃদ্ধি করতে বসান বনসাই। বনসাই হল বৃক্ষজাতীয় গাছের ক্ষুদ্র সংস্করণ। এটি ঘরের ইন্টিরয়র ডিজাইনে কাজে লাগে।
advertisement
2/5
বনসাই এর সঙ্গে ছিল বাহারি ক্যাকটাসের সমাহার। সুন্দরবনে সাধারণত শীতকালে ফুলচাষ হয়। বছরের অন্যান্য সময় গরম ও আর্দ্র আবহাওয়া থাকার কারণে ততটা ফুল চাষ হয়না।
advertisement
3/5
সাধারণ মানুষজন এই ক্যাকটাস ও বনসাই বছরভর চাষ করতে পারবেন বলে জানিয়েছেন কাকদ্বীপ এগ্রি-হর্টি কালচার সোসাইটিরর কর্মকর্তারা।
advertisement
4/5
কাকদ্বীপ এগ্রি-হর্টি কালচার সোসাইটি প্রতিবছর কাকদ্বীপে ফুলমেলার আয়োজন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ফুলমেলায় ছিল বাহারি ফুলের সমাহার।
advertisement
5/5
ফুলমেলায় শুধু ফুল নয়, ছোট ফলের গাছও ছিল। তবে এবছর সবার নজর কেড়েছে এই বনসাই। আপনিও আর দেরী করছেন কেন বাড়িতে লাগিয়ে ফেলুন এই বনসাই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Interior Design: নিমেষে পাল্টে যাবে ঘরের সৌন্দর্য! অন্দরসজ্জায় যোগ করুন বনসাই, ক্যাকটাস