মুড়ির উপকারিতা ঝুড়িৃ-ঝুড়ি! খেলেই বাড়বে হজমশক্তি, অ্যাসিডিটিতেও উপকারী... ডায়েটিশিয়ানের মুখেই শুনুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মুড়ি ফাইবার ও ভিটামিন বি সমৃদ্ধ, হজমশক্তি বাড়ায়, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যে উপকারী. দেবনী বন্দ্যোপাধ্যায়ের মতে, এটি শক্তি ও দৈনন্দিন কাজে সক্রিয় রাখে.
advertisement
1/5

মুড়ি কমবেশি সকলের হেঁশেলেই উপস্থিত থাকে। টিফিন হোক বা চায়ের সঙ্গে আড্ডা, সব ক্ষেত্রেই মুড়ির জুরি মেলা ভার। কিন্তু এই খাবার শরীরের জন্য কতটা ভাল? জেনে নেওয়া যাক।
advertisement
2/5
নয়া দিল্লির পিএসআরআই হাসপাতালের দায়িত্বে থাকা ডায়েটিশিয়ান দেবনী বন্দ্যোপাধ্যায়ের মতে, ফাইবার সমৃদ্ধ। ফলে এটি খাওয়ার পর হজমশক্তি বাড়ে।
advertisement
3/5
অ্যাসিডটি থাকলে মুড়ি খাওয়া উপকারী। হজমের সমস্যা থাকলে মুড়ি খাওয়া খুবই ভাল। নিয়মমফিক যদি মুড়ি খাওয়া যায়, তা হলে অ্যাসিডিটি কমবে।
advertisement
4/5
যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাঁরা মুড়ি খেতে পারেন। এটি শরীরের জন্য খুবই উপকারী। কারণ এটি শরীরকে ভিটামিন বি দেয়।
advertisement
5/5
মুড়িতে উচ্চ পরিমাণে শর্করা রয়েছে। এটি শরীরে শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। দৈনন্দিন কাজে সক্রিয় রাখতেও বিশেষ ভূমিকা রয়েছে মুড়ির।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মুড়ির উপকারিতা ঝুড়িৃ-ঝুড়ি! খেলেই বাড়বে হজমশক্তি, অ্যাসিডিটিতেও উপকারী... ডায়েটিশিয়ানের মুখেই শুনুন