Durga Puja @Raichak : পুরনো রায়চক নতুন রূপে, পুজোর আগে আরও সুন্দর, বন্ধুদের নিয়ে ঘুরে আসুন শর্ট ট্যুরে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এই পুজোয় ঘুরে আসুন রায়চক। রায়চকের নদীর পাড় সেজে উঠছে নতুন রূপে। ইতিমধ্যেই সেখানে বসানো হয়ে
advertisement
1/6

ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এই পুজোয় ঘুরে আসুন রায়চক। রায়চকের নদীর পাড় সেজে উঠছে নতুন রূপে। ইতিমধ্যেই সেখানে বসানো হয়ে "আই লাভ রায়চক লেখা" সেলফি পয়েন্ট।" যা এই পুজোয় সবাইকে কাছে টানবে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়চক নদীর ধারে দীর্ঘদিন ধরে সৌন্দর্যায়নের কাজ চলছে। সেই কাজ প্রায় শেষের দিকে। তবে পুজোর আগেই এই সেলফি পয়েন্টটি যুবক-যুবতীদের কাছে টানবে বলে মনে করছেন সকলে।
advertisement
3/6
এই সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে ও "আই লাভ রায়চক" লেখা সেলফি পয়েন্টটি উদ্বোধন করতে সেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সামিম আহমেদ। এছাড়াও পুজো উপলক্ষ্যে পর্যটকদের সুবিধার জন্য থাকছে একাধিক ব্যবস্থা। উদ্বোধনের পর থেকেই ভিড় বাড়ছে সেখানে।
advertisement
4/6
ভাগীরথী-হুগলি নদীর কোলে থাকা রায়চক ভ্রমণপিপাসুদের কাছে খুবই প্রিয় জায়গা। এখানে ঘুরতে গেলে দেখা মিলবে দুর্গ, ডায়মন্ড হারবার, লাইট হাউস এবং চিংড়িখালি দুর্গ। বিশেষ করে নদীর তীর কাছে টানে সকলের।
advertisement
5/6
কলকাতা থেকে মাত্র ৫৪ কিলোমিটার দূরত্বে রয়েছে রায়চক। ডায়মন্ড হারবার থেকেই সহজে যাওয়া যায় এই রায়চকে। ট্রেনে করে আসলে ডায়মন্ড হারবারে নেমে এখানে যেতে হবে। নাহলে কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়েও আসা যায়।
advertisement
6/6
রায়চক নতুন রূপে খুলে যাওয়ায় খুশি সকলেই। এবছর পুজোয় এখানে যে ভিড় বাড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা। সেজন্য এখানে আগে থেকেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja @Raichak : পুরনো রায়চক নতুন রূপে, পুজোর আগে আরও সুন্দর, বন্ধুদের নিয়ে ঘুরে আসুন শর্ট ট্যুরে