TRENDING:

Day Out Destination: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বছর শেষে গন্তব্য হোক ছবির চেয়েও সুন্দর নুরপুর, রইল বেড়ানোর খুঁটিনাটি

Last Updated:
Day Out Destination: বছর শেষে অল্প কিছুটা সময়ের মধ্যে একটি ভাল জায়গায় যেতে চান। তাহলে অবশ্যই ঘুরে আসুন ডায়মন্ডহারবারের নুরপুর। শান্ত, নিরিবিলি পরিবেশে আপনি হারিয়ে যেতে বাধ্য।
advertisement
1/6
কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বছর শেষে গন্তব্য হোক ছবির চেয়েও সুন্দর নুরপুর
*বছর শেষে অল্প কিছুটা সময়ের মধ্যে একটি ভাল জায়গায় যেতে চান। তাহলে অবশ্যই ঘুরে আসুন ডায়মন্ডহারবারের নুরপুর। শান্ত, নিরিবিলি পরিবেশে আপনি হারিয়ে যেতে বাধ্য।
advertisement
2/6
*কলকাতা থেকে ডায়মন্ডহারবার রোড ধরে আমতলা, শিরাকোল হয়ে সোজা নুরপুরে যেতে পারেন আপনি। রাস্তা খুবই সুন্দর।
advertisement
3/6
*এই নুরপুর থেকে গেঁওখালি আর গাদিয়াড়াতে যেতে পারেন আপনি। নদীপথে একটি অন্যধরণের আ্যডভেঞ্চারের স্বাদ পাবেন আপনি।
advertisement
4/6
*নুরপুর থেকে আপনি গাদিয়াড়া ও গেঁওখালির ফেরী পরিষেবা প্রতিদিনই পাবেন। আগে থেকে বুকিং না করলেও কোনও অসুবিধা নেই।
advertisement
5/6
*এই যাত্রাপথে আপনি পাবেন হুগলি, দামোদর ও রূপনারায়ণের ত্রিবেণী সঙ্গম। নদীর অপর প্রান্তে গাদিয়াড়াতে একাধিক মনোরম জায়গা রয়েছে।
advertisement
6/6
*তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন নুরপুর। আর দেখে আসুন ত্রিবেনী সঙ্গম। আপনার এই যাত্রা খুবই সুন্দর হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Out Destination: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বছর শেষে গন্তব্য হোক ছবির চেয়েও সুন্দর নুরপুর, রইল বেড়ানোর খুঁটিনাটি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল