TRENDING:

Darjeeling: গোয়া, আন্দামান, ভাইজ্যাগ ছাড়ুন! বাংলার 'এই' জায়গাতেই হচ্ছে স্পোর্টস ফিশিং, পুজোয় অন্য অভিজ্ঞতা পেতে ঘুরে আসুন

Last Updated:
Darjeeling Tourism: উত্তরবঙ্গের পর্যটনে এবার যুক্ত হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা—স্পোর্টস ফিশিং। গোয়া, আন্দামান বা অন্ধ্রপ্রদেশের মতো সমুদ্রতীরবর্তী অঞ্চলে যেভাবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই বিনোদনমূলক কার্যকলাপ, এবার দার্জিলিং জেলার হোমস্টেগুলিতেও সেই সুযোগ এনে দিচ্ছে জেলা মৎস্য দফতর।
advertisement
1/5
গোয়া, আন্দামান, ভাইজ্যাগ ছাড়ুন! বাংলার 'এই' জায়গায় হচ্ছে স্পোর্টস ফিশিং, পুজোয় ঘুরে আসুন
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের পর্যটনে এবার যুক্ত হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা—স্পোর্ট ফিশিং। গোয়া, আন্দামান বা অন্ধ্রপ্রদেশের মতো সমুদ্রতীরবর্তী অঞ্চলে যেভাবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই বিনোদনমূলক কার্যকলাপ, এবার দার্জিলিং জেলার হোমস্টেগুলিতেও সেই সুযোগ এনে দিচ্ছে জেলা মৎস্য দফতর।
advertisement
2/5
*জেলা মৎস্য অধিকর্তা ভেরোনিকা গুরুম জানান, ইতিমধ্যেই একাধিক হোমস্টে মালিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। বড় এলাকায় থাকা হোমস্টেগুলির পুকুরকে কৃত্রিমভাবে তৈরি করে সেখানে মাছ চাষ শুরু করা হবে। পর্যটকরা সেখানেই বসে মাছ ধরতে পারবেন, আর চাইলে নিজেদের ধরা মাছ রান্না করে খাওয়ারও সুযোগ থাকবে। পাশাপাশি হোমস্টে মালিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে মাছ চাষ বাড়ানো যায় এবং পর্যটকদের জন্য সরঞ্জাম সরবরাহ করা যায়।
advertisement
3/5
*পর্যটন বিশেষজ্ঞ রাজ বসুর মতে, “গ্রামীণ পর্যটনের সঙ্গে এই ধরনের অ্যাক্টিভিটি যুক্ত হলে পর্যটকদের আগ্রহ যেমন বাড়বে, তেমনই স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নতিও সম্ভব হবে। পাহাড়ি প্রকৃতির মাঝে বসে মাছ ধরার অভিজ্ঞতা পর্যটকদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দ।”
advertisement
4/5
*প্রতিবছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক উত্তরবঙ্গে আসেন শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এবার স্পোর্ট ফিশিং চালু হলে সেই আনন্দের ঝুলি আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদী পর্যটন মহল।
advertisement
5/5
*দার্জিলিং জেলা মৎস্য দফতরের এই উদ্যোগ শুধু পর্যটনের নতুন দিগন্তই খুলবে না, একইসঙ্গে স্থানীয় অর্থনীতিকেও শক্ত ভিত দেবে। পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে মাছ ধরার অভিজ্ঞতা পর্যটকদের কাছে নিঃসন্দেহে এক অনন্য আকর্ষণ হয়ে উঠবে। স্পোর্ট ফিশিং চালু হলে উত্তরবঙ্গ পর্যটনের মানচিত্রে যুক্ত হবে নতুন রঙ, যা একদিকে যেমন দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের টানবে, তেমনই স্থানীয় মানুষের জীবন-জীবিকায়ও আনবে নতুন সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling: গোয়া, আন্দামান, ভাইজ্যাগ ছাড়ুন! বাংলার 'এই' জায়গাতেই হচ্ছে স্পোর্টস ফিশিং, পুজোয় অন্য অভিজ্ঞতা পেতে ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল