Best 5 Honeymoon Destination: পাহাড়ের কোলে ‘মধুচন্দ্রিমার প্ল্যান’? রইল বাজেট ফ্রেন্ডলি ৫ স্বর্গীয় গন্তব্যের হদিশ! নির্জনতায় জমবে রোম্যান্স
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Honeymoon Trip: নতুন দম্পতিরা এখন আর ভিড়ভাট্টা, হোটেলের কোলাহল কিংবা প্রচলিত স্পটগুলোতে যেতে চাইছেন না। বরং পাহাড়ের কোলে শান্ত, অচেনা, অফবিট কোনও জায়গায় কাটাতে চাইছেন দু’দিনের রোম্যান্টিক নিভৃত সময়।
advertisement
1/6

*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: নতুন দম্পতিরা এখন আর ভিড়ভাট্টা, হোটেলের কোলাহল কিংবা প্রচলিত স্পটগুলোতে যেতে চাইছেন না। বরং পাহাড়ের কোলে শান্ত, অচেনা, অফবিট কোনও জায়গায় কাটাতে চাইছেন দু’দিনের রোম্যান্টিক নিভৃত সময়। দার্জিলিংয়ের চারপাশে ছড়িয়ে রয়েছে এমন বহু গোপন সৌন্দর্যের আস্তানা—যেখানে প্রকৃতিই হয়ে ওঠে সঙ্গী। রইল সেই পাঁচটি অফবিট রত্নের নাম, যা এখন নবদম্পতিদের কাছে সবচেয়ে জনপ্রিয় ‘হাইড-অ্যাওয়ে’।
advertisement
2/6
*কালিম্পং–দার্জিলিংয়ের মাঝামাঝি এক অচেনা জনপদ। ভোরের দিকে বিস্তীর্ণ অরণ্যে নেমে আসে ঘন কুয়াশা, আর পাখির ডাক পাহাড়ের নীরবতাকে আরও গভীর করে তোলে। যারা নিভৃতে থাকতে চান, তাদের জন্য পাঞ্চেন একদম উপযুক্ত।
advertisement
3/6
*সিনচুলা ফরেস্ট রেঞ্জের মধ্যে ছোট্ট গ্রাম। কয়েকটি কাঠের কটেজ ছাড়া আর কিছুই নেই। চটাকপুরের সকাল মানেই কাঞ্চনজঙ্ঘার সোজাসাপটা দর্শন। অতি শান্ত, নির্জন, আর অপূর্ব সুন্দর—মধুচন্দ্রিমার জন্য একেবারে পারফেক্ট।
advertisement
4/6
*মংপু এলাকার কাছে পাহাড়ি ঢালে সাজানো গ্রাম। প্রকৃতিপ্রেমী দম্পতিদের কাছে এই জায়গা স্বর্গ। ঘন বনের ভিতর দিয়ে মেঘের আনাগোনা, আর সানরাইজ পয়েন্ট থেকে পাহাড় রোদে ভেজা—লাটপাঞ্চরের আবেদন অনন্য।
advertisement
5/6
*দার্জিলিং লুপলাইন থেকে একটু দূরেই এই শান্ত গ্রাম। চা–বাগানের ধার ঘেঁষে থাকা কটেজ আর পাশে ছোট্ট নদী—এমন নির্জনতা দম্পতিদের কাছে অমূল্য। শ্রীখোলা খুব কম লোকই চেনেন, তাই অফবিটের তালিকায় এটি শীর্ষে।
advertisement
6/6
*দার্জিলিংয়ের অন্যতম লুকানো রত্ন। চারদিক পাহাড়ে ঘেরা উপত্যকা, নরম হাওয়া, আর বুনো ফুলে ভরা পথ—রাংলা ভ্যালির সৌন্দর্য নবদম্পতিদের জন্য যেন আলাদা করে রাখা। কম ভিড়, বেশি প্রকৃতি—এই জায়গার বড় বৈশিষ্ট্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Best 5 Honeymoon Destination: পাহাড়ের কোলে ‘মধুচন্দ্রিমার প্ল্যান’? রইল বাজেট ফ্রেন্ডলি ৫ স্বর্গীয় গন্তব্যের হদিশ! নির্জনতায় জমবে রোম্যান্স