Summer Vacation Tour: হোমস্টে ঘিরে পাহাড়-ফুলের মেলা, গরমের ছুটিতে ঘুরে আসুন একেবারে অচেনা পাহাড়ি এই গ্রামে, মুগ্ধ হবেন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Summer Vacation Tour: এই গ্রামে এলে গরম থেকে রেহাই পাওয়ায় প্রাণের আরাম তো মিলবেই পাইনের জঙ্গল মনের আরামও দেবে।
advertisement
1/5

*এই জায়গাটি মংপু সাবডিভিশনের মধ্যে পড়ে। এখান থেকে অনেক জায়গাই ঘোরা যায়। মংপু তো বটেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন সেই বাড়িটি দেখতে পাবেন আবার সিটং-রঙ্গারুনও ঘুরে নিতে পারবেন।
advertisement
2/5
*এই লাবদার সঙ্গে আবার ব্রিটিশ জমানার যোগ রয়েছে। এখানে ব্রিটিশ আমলের তৈরি একটি বাংলো রয়েছে যদিও সেটি এখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলোতেই নাকি 'বরসাত কি এক রাত' সিনেমার শ্যুটিং হয়েছিল। এই বাংলোর নাম 'সিরিয়াল বাংলো'।
advertisement
3/5
*দার্জিলিংয়ে আর ভিড় না বাড়িয়ে বরং ঘুরে আসুন পাশের এই ছোট্ট গ্রামে। একেবারে অনকোড়া জায়গা এটি। নাম লাবদা আর শিকসিন গ্রাম। লাবদা গ্রামে এলে ফুলের বাহার মন ভরিয়ে দেবে। তার সঙ্গে পাইনের জঙ্গল।
advertisement
4/5
*এখানে থাকার হোটেল তেমন কিছু নেই। রয়েছে গ্রামেরই কিছু হোমস্টে। সেকারণে আগে থেকে বুকিং করে আসাই ভাল। ঘরোয়া পরিবেশে থাকলে মন ভাল হয়ে যাবে আপনার।
advertisement
5/5
*গরম থেকে রেহাই পাওয়ায় প্রাণের আরাম তো মিলবেই পাইনের জঙ্গল মনের আরামও দেবে। শান্ত নিরিবিলি পরিবেশ। পাহাড়ের খাঁজে খাঁজে রংবেরংয়ের বাড়ি। তাতে ফুলের বাহার মনে হবে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দিই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Vacation Tour: হোমস্টে ঘিরে পাহাড়-ফুলের মেলা, গরমের ছুটিতে ঘুরে আসুন একেবারে অচেনা পাহাড়ি এই গ্রামে, মুগ্ধ হবেন