Cyclone Remal: প্রবল ঝড়-বৃষ্টি, হাতের সামনে এই ক’টা জিনিস বাঁচাবে আপনাকে, সতর্ক থাকার টিপস
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
বৃষ্টির মধ্যে ও বাড়ি থেকে বের হতে হচ্ছে । আবার দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যেই যত দুর্ঘটনা ঘটতে।
advertisement
1/5

জেলা জুড়ে বেশ কিছুদিন ধরেই চলছে বৃষ্টি। গ্রীষ্মের এই সময় প্রায়ই ঝড় বৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে বৃষ্টি হলেও কাজ তো আর থেমে থাকে না। বৃষ্টির মধ্যে ও বাড়ি থেকে বের হতে হচ্ছে । আবার দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যেই যত দুর্ঘটনা ঘটতে। (পিয়া গুপ্তা)
advertisement
2/5
এই বৃষ্টির মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে কীকরবেন?এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় দেবগুপ্ত জানান, প্রবল বৃষ্টিতে নিরাপদে থাকতে গেলে কিছু বিষয়গুলি মাথায় রাখতে হবে।
advertisement
3/5
১) প্রথমেই বৃষ্টির সময় যদি বাড়ির বাইরে থাকেন সেক্ষেত্রে রাস্তায় কিংবা খোলা কোন জায়গায় কখনওই থাকা যাবে না প্রয়োজনে নিকটবর্তী কোন নিরাপদ জায়গায় আশ্রয় নিন।২) বৃষ্টিপাত বা ঝড় হলেগাড়ি চালাবেন না। এই সময় রাস্তার পাশে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে সেখানে আশ্রয় নিন আর অবশ্যই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন।।
advertisement
4/5
৩) রাস্তায় এই ঝড় বৃষ্টির সময় প্রায়শই খোলা বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা যায়। সেই তার যদি জলের স্পর্শে থাকে তাহলে সেই জল থেকেও সাবধান। সম্ভব হলে প্রশাসনকে জানান। ৪) এছাড়া বৃষ্টির সময় ভুলেও কখনওগাছের আশেপাশে আশ্রয় নেবেন না। কারণ এই সময় গাছের ডাল ভেঙে পড়ে ও দুর্ঘটনা ঘটতে পারে। ৫) বৃষ্টির সময় ঘরে বিদ্যুৎ চলে গেলে টর্চ লাইট বা আলোর বিকল্প রাখুন। ৬) এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হল এই বৃষ্টির সময় ভুলেও ফোন চার্জে বসিয়ে রাখবেন না। এছাড়া প্রয়োজন ছাড়া কারওসঙ্গে যোগাযোগ করবেন না।
advertisement
5/5
এই কিছু কিছু বিষয়মেনে চলতে হবে বৃষ্টির সময় তাহলেই নিরাপদে থাকবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cyclone Remal: প্রবল ঝড়-বৃষ্টি, হাতের সামনে এই ক’টা জিনিস বাঁচাবে আপনাকে, সতর্ক থাকার টিপস