Pet Care during Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় দানা! কীভাবে পোষ্যদের নিরাপদে রাখবেন? ওদের ভালর জন্য কী কী করবেন, ভুলেও করবেন না কোন কাজ? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pet Care Tips during Cyclone Dana:বিড়াল, কুকুর ও গবাদি পশু থাকলে তাদের গলায় ঘণ্টা বেঁধে দিন৷ তাহলে তাদের গতিবিধিতে নজর রাখতে সুবিধে হবে৷ঝড়ের সময় কখনওই কোনও প্রাণীকে বেঁধে রাখবেন না৷ তাহলে বিপর্যয়ে তারা পালাতে পারবে না৷
advertisement
1/9

মানুষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হয়ে পড়ে পশুপ্রাণীরাও৷ ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগে সতর্কতা নিন আপনার বাড়ির গবাদি পশু এবং অন্য পোষ্যদের নিয়ে৷
advertisement
2/9
হাতের কাছে মজুত রাখুন অ্যানিম্যাল ইমার্জেন্সি কিট৷ যাতে স্বল্প আঘাতে প্রাথমিক চিকিৎসা দ্রুত করা যায়৷
advertisement
3/9
কখনওই পোষ্যকে বাড়িতে একা ফেলে চলে যাবেন না৷ নিজেদের যদি কোনও নিরাপদ স্থানে যেতে হয়, তাহলে সঙ্গে নিয়ে যান পোষ্যকেও৷
advertisement
4/9
নিজেদের পাশাপাশি মজুত রাখুন পশুদের খাবারও৷ সঙ্গে পর্যাপ্ত জল৷ পশুখাদ্য অমিল হতে পারে প্রাকৃতিক দুর্যোগের পরে৷
advertisement
5/9
বিড়াল, কুকুর ও গবাদি পশু থাকলে তাদের গলায় ঘণ্টা বেঁধে দিন৷ তাহলে তাদের গতিবিধিতে নজর রাখতে সুবিধে হবে৷
advertisement
6/9
ঝড়ের সময় কখনওই কোনও প্রাণীকে বেঁধে রাখবেন না৷ তাহলে বিপর্যয়ে তারা পালাতে পারবে না৷
advertisement
7/9
বাড়ির বাইরে তাদের ছেড়ে দেবেন না৷ গৃহপালিত পশুরা তাদের মানবসঙ্গীর উপর খুবই নির্ভরশীল হয়৷ নিজেদের বাঁচাতে তারা পারে না সবসময়৷
advertisement
8/9
ঘরে বা বাইরে উঠোনে ধারালো ও ভারী জিনিস খোলা অবস্থায় রাখবেন না৷ এতে আপনাদের মতো আহত হতে পারে পোষ্যরাও৷ পারলে পোষ্যের গলায় একটা কার্ডে আপনার নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর লিখে রাখুন৷
advertisement
9/9
প্রবল ঝড়, বজ্রপাতের সময় আপনার পোষ্যরাও ভয় পায়৷ সে সময় তাদের পাশে থাকুন৷ সাহচর্য দিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pet Care during Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় দানা! কীভাবে পোষ্যদের নিরাপদে রাখবেন? ওদের ভালর জন্য কী কী করবেন, ভুলেও করবেন না কোন কাজ? জানুন