Feng Shui Crystal Turtle Tips: হু হু করে আসবে টাকা, সুখী বিবাহিত জীবনে ভাসবেন দম্পতি! শুধু স্ফটিকের কাছিম রাখুন এভাবে, এদিকে মুখ করে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Feng Shui Crystal Turtle Tips: ফেং শুই শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিস্টাল টার্টল বা স্ফটিকের কাছিম৷ এই জিনিস বাড়িতে থাকার বহু সুবিধে৷
advertisement
1/7

ফেং শুই শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিস্টাল টার্টল বা স্ফটিকের কাছিম৷ এই জিনিস বাড়িতে থাকার বহু সুবিধে৷ বলছেন ফেং শুই বিশেষজ্ঞ প্রিয়া শের।
advertisement
2/7
বিছানার পাশে ক্রিস্টাল টার্টল রাখলে ঘুমের সমস্যা দূর হয়৷ ইনসমনিয়া বা অনিদ্রার সমস্যা কেটে গিয়ে মানসিক প্রশান্তি আসে৷
advertisement
3/7
বাস্তুশাস্ত্র মতে বাড়ির ঠাকুরঘরে ক্রিস্টাল টার্টল বা স্ফটিকের কাছিম হলুদ কাপড়ে মুড়ে রাখলে বাড়িতে সুখশান্তি বজায় থাকে৷
advertisement
4/7
ক্রিস্টাল টার্টল বা স্ফটিকের কাছিম বাড়িতে রাখলে সৌভাগ্য এবং সমৃদ্ধি কখনওই আপনাকে ছেড়ে যাবে না৷
advertisement
5/7
বাড়ির প্রবেশপথে স্ফটিকের কাছিম রাখুন৷ তাহলে নেগেটিভ শক্তি দূর হয়ে বাড়িতে প্রবাহিত হয় পজিটিভ শক্তি৷
advertisement
6/7
দাম্পত্যে বিবাদ দূর হয়েও শান্তি বজায় রাখতে সাহায্য করে ক্রিস্টাল টার্টল৷ উত্তর দিকে এই শুভ জিনিস রাখা থাকলে কেরিয়ার মসৃণ হয়৷
advertisement
7/7
কাঠের তৈরি ক্রিস্টাল টার্টল সব সময় রাখুন পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে মুখ করে৷ ধাতব কাছিম রাখুন উত্তর বা উত্তর পশ্চিমমুখী করে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Feng Shui Crystal Turtle Tips: হু হু করে আসবে টাকা, সুখী বিবাহিত জীবনে ভাসবেন দম্পতি! শুধু স্ফটিকের কাছিম রাখুন এভাবে, এদিকে মুখ করে