Couple Friendly Destination: মাত্র ৪৫ টাকা খরচ করলেই ঘুরে আসা যাবে এই জঙ্গল! নির্জনে জমে উঠবে প্রেম!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Couple Friendly Destination: অবাক হলেও সত্যি খরচ হবে মাত্র ৪৫ টাকা! কলকাতার কাছেই রয়েছে এই নিউ বকখালি! জানুন
advertisement
1/6

বকখালি তো শুনেছেন, কিন্তু নিউ বকখালি কি শুনেছেন কখনও? যদি না শুনে থাকেন তাহলে বছরের শেষ দিনগুলিতে ঘুরে আসুন নিউ বকখালি।
advertisement
2/6
জঙ্গল, নদী ও তটভূমি দিয়ে ঘেরা এই এলাকা এখন প্রেমিক-প্রেমিকাদের স্বর্গরাজ্য। জঙ্গল থাকায় বনের মধ্যে হারিয়ে যাওয়ার সুবিধা রয়েছে এখানে।
advertisement
3/6
কলকাতা থেকে এই যায়গার দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। নিকট রেলস্টশন উকিলের হাট। কাকদ্বীপ থেকেও যাওয়া যায়।
advertisement
4/6
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে যেতে উকিলের হাট পৌঁছাতে খরচ পড়বে ১৫ টাকা। এরপর টোটো ভাড়া করে নিউ বকখালি পৌঁছাতে খরচ পরবে ৩০ টাকা।
advertisement
5/6
মনোরম জায়গা, নদীর তীরে সারাদিন একান্তে বসে থাকলে সময় কেটে যাবে দিব্যি। তবে এখানে আসলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে আপনাকে।
advertisement
6/6
এই জায়গা পিকনিকের জন্য আদর্শ জায়গা। জঙ্গলের মধ্যে একটা দিন কাটাতে চাইলে ঘুরে আসতেই পারেন নিউ বকখালি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Couple Friendly Destination: মাত্র ৪৫ টাকা খরচ করলেই ঘুরে আসা যাবে এই জঙ্গল! নির্জনে জমে উঠবে প্রেম!