TRENDING:

Corona Lockdown: ঘরবন্দিতে জমিয়ে বিনোদন, এবার ফ্রিতেই দেখুন পর্নহাব

Last Updated:
২৩ এপ্রিল পর্যন্ত যে কেউ সাবস্ক্রাইব করে ফ্রিতে ইচ্ছে মতো ছবি দেখতে পারবেন।
advertisement
1/5
Corona Lockdown: ঘরবন্দিতে জমিয়ে বিনোদন, এবার ফ্রিতেই দেখুন পর্নহাব
বিশ্বজুড়ে বেড়েই চলেছে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে ৭ লক্ষ একুশ হাজারেরও বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে মৃত প্রায় ৩৪ হাজার। করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেদেশে আক্রান্ত দেড় লক্ষ ছুঁই ছুঁই। মৃত প্রায় আড়াই হাজার। ইতালিতেও প্রায় এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত। তারমধ্যে প্রায় এগারো হাজার মানুষের মৃত্যু হয়েছে। স্পেনে আক্রান্ত আশি হাজার। মৃত প্রায় সাত হাজার মানুষ। বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের মধ্যে দুই তৃতীয়াংশই ইউরোপের বাসিন্দা। করোনার মকাবিলায় ভারত-সহ একাধিক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।
advertisement
2/5
লকডাউনে ঘরবন্দি সবাই। এই পরিস্থিতিতে মানুষকে বাড়িতে আঁটকে রাখতে এগিয়ে এল পর্নহাব। এবার গোটা বিশ্বের মানুষদের জন্য সাইটের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি করে দিল পর্নহাব।
advertisement
3/5
কিছু দিন আগেই পর্নহাব এই পরিষেবা চালু করেছিল ইতালির জন্য। ইতালিতেই যাঁরা করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের এই বিশেষ সুবিধাটি দেওয়া হচ্ছিল। ট্যুইটারে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এক মাস ধরে ইতালিতে গৃহবন্দি মানুষের জন্য এই সাবস্ক্রিপশনের ব্যবস্থা করছে পর্ন হাব৷ কারণ, তাঁরা যাতে বাড়ি থেকে না বেরিয়ে বাড়িতেই থাকেন, এবং মনোরঞ্জনের কোনও অভাব না হয়, তাই এই ব্যবস্থা
advertisement
4/5
এরপর এই পরিষেবা তারা চালু করে স্পেন ও ফ্রান্সেও। এবার এই জনপ্রিয় সাইট জানাল, বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষই এই সুবিধা পাবেন। ২৩ এপ্রিল পর্যন্ত যে কেউ (প্রাপ্তবয়স্ক) সাবস্ক্রাইব করে ইচ্ছে মতো ছবি দেখতে পারবেন। আর এর জন্য কোনও ক্রেডিট কার্ডের তথ্য দিতে হবে না।
advertisement
5/5
ট্যুইটারে করে পর্নহাবের জানায়, “বাড়িতে থেকে করোনাকে আটকাতে সাহায্য করুন। COVID-19 আমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আর তাই পর্নহাব সিদ্ধান্ত নিয়েছে, ২৩ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী বিনামূল্যে দেওয়া হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। বাড়িতে থাকুন আর আনন্দে থাকুন।” শুধু এটাই নয়, আর্থিকভাবেও ইতালির হাসপাতালগুলির পাশেও দাঁড়িয়েছে পর্নহাব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Corona Lockdown: ঘরবন্দিতে জমিয়ে বিনোদন, এবার ফ্রিতেই দেখুন পর্নহাব
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল