TRENDING:

Kitchen Hacks: ফ্রিজে বা বাইরে এভাবে রাখুন ধনেপাতা! অনেক দিন তাজা ও মুচমুচে থাকবে

Last Updated:
Kitchen Hacks: ঠিকমতো রাখলে অনেক দিন পর্যন্ত তাজা থাকে সুস্বাদু এই পাতা৷ জেনে নিন কীভাবে ধনেপাতা দীর্ঘ দিন সতেজ রাখা যায়৷
advertisement
1/9
ফ্রিজে বা বাইরে এভাবে রাখুন ধনেপাতা! অনেক দিন তাজা ও মুচমুচে থাকবে
শীতকালে রান্নাবান্না ও খাওয়া দাওয়া মানেই ধনেপাতা৷ নানাভাবে রান্নায় ব্যবহার করা যায় এই উপকরণ৷ তবে ধনেপাতা তাজা থাকলে তবেই তার আসল স্বাদ পাওয়া যায়৷
advertisement
2/9
বাজার থেকে কিনে আনা ধনেপাতা কিছু দিন পর শুকিয়ে যেতে থাকে৷ ঠিকমতো রাখলে অনেক দিন পর্যন্ত তাজা থাকে সুস্বাদু এই পাতা৷ জেনে নিন কীভাবে ধনেপাতা দীর্ঘ দিন সতেজ রাখা যায়৷
advertisement
3/9
ঠান্ডা জলে খুব ভাল করে ধনেপাতা ধুয়ে নিন৷ কিচেন টাওয়েল দিয়ে শুকনো করে মুছে নিন৷ আর্দ্রতা চলে গেলে ধনেপাতার তাজাভাব বজায় থাকবে অনেক দিন৷
advertisement
4/9
শুকনো করে মুছে নেওয়া ধনেপাতা রাখুন জিপলক ব্যাগে৷ দেখুন, যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে৷ তার পর জিপলক ব্যাগে রেখে দিন৷ অনেক দিন বজায় থাকবে এর বর্ণ ও গন্ধ৷
advertisement
5/9
শুকনো পেপার টাওয়েলে মুড়ে ধনেপাতা রাখুন রেফ্রিজারেটরে৷ পেপার টাওয়েল সব আর্দ্রতা শুষে নেবে৷ বজায় থাকবে ধনেপাতার মুচমুচে ভাব৷
advertisement
6/9
বাজার থেকে কেনা ধনেপাতা ভাল করে কুচিয়ে নিন৷ তার পর ধুয়ে শুকিয়ে নিয়ে এয়ারটাইট কৌটোয় ভরে রাখুন ফ্রিজে৷
advertisement
7/9
ফ্রিজে বেশি ঠান্ডায় ধনেপাতা নষ্ট হয়ে যেতে পারে৷ তাই ফ্রিজের দরজায় যে শেল্ফ থাকে, সেখানে ধনেপাতা রাখুন৷
advertisement
8/9
আইস কিউব ট্রেতে তৈরি করুন ধনেপাতার কিউব৷ জল বা তেলের সাহায্যে করতে পারেন৷ তার পর ব্যবহার করুন সুবিধেমতো৷
advertisement
9/9
ফ্রিজের বাইরেও রাখতে পারেন ধনেপাতা৷ একটি পাত্রে জল ভরে ধনেপাতা অর্ধেক ভিজিয়ে রাখুন৷ একদিন অন্তর পাল্টে ফেলুন জল৷ অন্তত কিছু দিনের জন্যে হলেও তাজা থাকবে ধনেপাতা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks: ফ্রিজে বা বাইরে এভাবে রাখুন ধনেপাতা! অনেক দিন তাজা ও মুচমুচে থাকবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল