Cooking Tips: রান্না করার সময় কড়াইতে খাবার আটকে যাচ্ছে? সমস্যা মেটাতে মেনে চলুন এই টিপস
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
খাবার রান্না অথবা ভাজার সময় কড়াইতে আটকে যায় বারবার। সেজন্য সমস্যায় পড়েন। এই সমস্যার থেকে মুক্তি পেতে মেনে চলুন বেশ কিছু টিপস।
advertisement
1/5

ভাজাভুজির সময় অনেকের-ই কড়াইতে খাবার আটকে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টিপস।
advertisement
2/5
কড়াই ভাল করে গরম করতে হবে প্রথমে। না হলে খাবার আটকে যাবে।
advertisement
3/5
জল কম লাগে এমন খাবার রান্নার সময় বাড়বার নাড়তে হবে।
advertisement
4/5
তেল পুরোপুরি গরম না করে খাবার ভাজতে থাকলে অনেক সময় খাবার আটকে যায়। এজন্য কড়াইয়ে থাকা তেল ভাল করে গরম করতে হবে।
advertisement
5/5
অনেকসময় হালকা জল দিয়ে ধোঁয়া তুললেও কড়াইয়ে খাবার আটকানো আটকানো যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Tips: রান্না করার সময় কড়াইতে খাবার আটকে যাচ্ছে? সমস্যা মেটাতে মেনে চলুন এই টিপস