Colon Cancer Symptoms: কোলন ক্যানসারের লক্ষণ কী কী? ‘এই ৫’ জনের হওয়ার ভয় সবথেকে বেশি! জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Colon Cancer Symptoms: কাদের হতে পারে কোলন ক্যানসার? কয়েক জনের এই অসুখের ঝুঁকি বেশি৷
advertisement
1/9

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে বাড়ছে কোলন ক্যানসারের প্রকোপ৷ এই রোগের হানা হচ্ছে যে কোনও বয়সেই৷ একাধিক কারণের সঙ্গে দায়ী অস্বাস্থ্যকর লাইফস্টাইল৷
advertisement
2/9
অনেক সময়েই রোগের সূত্রপাতে কোনো লক্ষণ বা উপসর্গ থাকে না৷ তাই অনেকেই বুঝতে পারেন না কোলন ক্যানসারের লক্ষণ দেখা দিয়েছে৷ ফলে চিকিৎসা শুরু হতে দেরি হলে সমস্যা ও জটিলতা বেড়ে যায়৷ বলছেন বিশেষজ্ঞ রায়ান টেলর৷
advertisement
3/9
মলত্যাগের সময় রক্তপাত, ক্রমাগত ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, আচমকা ওজন কমে যাওয়া, অ্যানিমিয়া থেকে ক্লান্তির মতো লক্ষণ অবহেলা করবেন না৷
advertisement
4/9
কাদের হতে পারে কোলন ক্যানসার? কয়েক জনের এই অসুখের ঝুঁকি বেশি৷ বয়স বেশি হওয়া এই রোগের বড় ঝুঁকি৷ বেশি বয়সে এই ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি৷ ৫০-৫৫ বছর বয়সিরা সতর্ক থাকুন৷
advertisement
5/9
তবে এছাড়া অল্প বয়সিদের মধ্যেও দেখা দিচ্ছে কোলন ক্যানসার৷ বিশেষজ্ঞদের মত, নানা কারণে ৫০ বছর বয়সের কমেও বাড়তে পারে এই অসুখের ঝুঁকি৷ মূলত অস্বাস্থ্যকর জীবনযাপনই এর জন্য দায়ী৷
advertisement
6/9
পরিবারে কোলন ক্যানসারের ইতিহাস বা ধারা থাকলে ঝুঁকি বেশি হয়৷ তাই পরিবারে এর আগে কোলন ক্যানসার বা অন্য ক্যানসার হলে সচেতন হোন৷
advertisement
7/9
যাঁদের ডায়েটে প্রক্রিয়াজাত মাংস বা প্রক্রিয়াজাত অন্য খাবারের পরিমাণ বেশি এবং ফাইবারের অংশ কম, তাঁরাও কোলন ক্যানসারে আক্রান্ত হতে পারেন৷
advertisement
8/9
মদ্যপান, ধূমপানের মতো বিপজ্জনক নেশা থাকলেও কোলন ক্যানসার হতে পারে৷ যাঁরা শরীরচর্চা না করে অধিকাংশ সময়ে বসে বসে কাজ করেন, তাঁদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ভয় বেশি৷
advertisement
9/9
কোলাইটিস, আলসারের মতো সমস্যা থাকলেও কোলন ক্যানসারের আশঙ্কা বেশি থাকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Colon Cancer Symptoms: কোলন ক্যানসারের লক্ষণ কী কী? ‘এই ৫’ জনের হওয়ার ভয় সবথেকে বেশি! জেনে নিন