TRENDING:

Colon Cancer Symptoms: কোলন ক্যানসারে মৃত্যু হল অভিনেতা বিভু রাঘবের, শরীরে কোন কোন উপসর্গ এই মারণ রোগের জানান দেয়? শুরুতেই কর্কট রোগকে রুখে দিতে জেনে নিন

Last Updated:
Colon Cancer Symptoms: অধিকাংশই কোলন ক্যানসার প্রথমে বুঝতে পারেন না। সাধারণ গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের সঙ্গে গুলিয়ে ফেলে। ফলে, দেরি হয়ে যায়
advertisement
1/10
কোলন ক্যানসারে মৃত্যু অভিনেতা বিভু রাঘবের, শরীরের কোন কোন উপসর্গ এই মারণ রোগের জানান দেয়?
কোলন ক্যানসার বা কোলোরেক্টাল ক্যানসার হল এক ধরনের ক্যানসার যা কোলন (বৃহৎ অন্ত্র) থেকে শুরু হয়। কোলোরেক্টাল ক্যানসারের মধ্যে কোলন ক্যানসার এবং রেক্টাল ক্যানসার (যা রেক্টামে শুরু হয়) উভয়ই অন্তর্ভুক্ত।সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তথ্য অনুযায়ী, কোলোরেক্টাল ক্যানসার হল যুক্তরাষ্ট্রে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার।আমেরিকান ক্যানসার সোসাইটি (ACS)-এর অনুমান অনুযায়ী, প্রায় প্রতি ২৪ জন পুরুষের মধ্যে ১ জন এবং প্রতি ২৬ জন মহিলার মধ্যে ১ জন জীবদ্দশায় কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হবেন।প্রায় প্রতি ১০টি কোলোরেক্টাল ক্যানসারের মধ্যে ৭টি কোলন থেকেই শুরু হয়।Image: News18
advertisement
2/10
দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউট-এর এক দল বিজ্ঞানী জানান, খাওয়াদাওয়ার অনিয়ম, এক্সারসাইজের অভাব, বাড়তি ওজন, প্রক্রিয়াজাত খাবারদাবার খাওয়ার প্রবণতা, ধূমপান, মদ্যপান এবং অতিরিক্ত মানসিক চাপের মতো কারণ কোলন ক্যানসারের নেপথ্যে দায়ী হতে পারে। অনেক সময় জিনগত কারণেও কোলন ক্যানসার বা মলাশয়ের ক্যানসার হতে পারে। কোন কোন উপসর্গ দেখলেই সতর্ক হবেন?Image: News18
advertisement
3/10
মলের সঙ্গে রক্ত বেরোলে সাধারণত সবাই ভাবেন পাইলস হয়েছে। আর এখানেই বড় ভুলটা হয়ে যায়। পাইলস-এর রক্তপাতের রং লাল হয়। কিন্তু কোলন ক্যানসারের ক্ষেত্রে যে রক্তপাত হয়, সেই রক্তের রং কালচে রঙের হয়।Image: News18
advertisement
4/10
ডায়েরিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিছুতেই সারতে না চায়, সে ক্ষেত্রে সচেতন হন।Image: News18
advertisement
5/10
তলপেটে দীর্ঘ দিন ধরে ব্যথা কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে।Image: News18
advertisement
6/10
কোলন ক্যানসারে মলের সঙ্গে রক্তপাত হয়। ফলে দেখা দিতে পারে রক্তাল্পতা বা অ্যানেমিয়া। আর অ্যানেমিয়ার থেকে দেখা দেয় ক্লান্তি।Image: News18
advertisement
7/10
মলের সঙ্গে রক্ত, মলের রং পরিবর্তন, পেটে গ্যাসের সমস্যা কিছুতেই না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।Image: News18
advertisement
8/10
সারা ক্ষণ বমি বমি ভাব, গা গুলিয়ে ওঠা, ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে।Image: News18
advertisement
9/10
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন-এর তথ্য অনুযায়ী, ভারতে কোলন ক্যানসারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শহুরে এলাকায়। ভারতে কোলোরেক্টাল ক্যানসারের হার প্রতি ১,০০,০০০ জন পুরুষের মধ্যে ৭.২ এবং প্রতি ১,০০,০০০ জন নারীর মধ্যে ৫.১
advertisement
10/10
কোলন ক্যানসার বেড়ে যাওয়ার নেপথ্যে প্রধান কারণ হল আমাদের জীবনধারা। বসে বসে কাজ করা, কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া, ব্যায়াম না করা অভাব এবং মানসিক চাপ—এই সবই ভূমিকা রাখছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (MoHFW) তরফে বলা হয়েছে, “কম ফাইবারযুক্ত এবং অতিরিক্ত রেড মিট খাওয়া কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। নিয়মিত শারীরিক কার্যকলাপ, ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের রুটিন স্ক্রিনিং, এবং মলে রক্ত বা মলত্যাগের অভ্যাসে পরিবর্তনের মতো উপসর্গের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিৎ।কিন্তু বেশিরভাগ মানুষই এসব কথা শুনছেন না। ভারতে কোলন ক্যান্সারের স্ক্রিনিংয়ের হার অত্যন্ত কম, বিশেষ করে ৫০ বছরের নীচের বয়সিদের মধ্যে।Image: News18
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Colon Cancer Symptoms: কোলন ক্যানসারে মৃত্যু হল অভিনেতা বিভু রাঘবের, শরীরে কোন কোন উপসর্গ এই মারণ রোগের জানান দেয়? শুরুতেই কর্কট রোগকে রুখে দিতে জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল