ত্বকের কালচেভাব দূর করার সহজ ঘরোয়া উপায় !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সপ্তাহে দু'দিন করুন উপকার পাবেন।
advertisement
1/5

ত্বকের কালচে ভাব কিছুতেই কাটছে না? অনেক কিছু ব্যবহার করেও কিছু লাভ হয়নি? তাহলে জেনে নিন সহল উপায়। হাতের কাছে দরকার শুধু একটু কফি। photo source collected
advertisement
2/5
যেকোনও ব্যান্ডের কফি পাউডার নিন। তবে দেখে নেবেন ডেট ওভার যাতে না হয়ে যায়। photo source collected
advertisement
3/5
দু'চামচ কফি একটি কাচের পাত্রে নিন। এতে দু'চামচ টক দই মেশান। এবং একটা পাতিলেবু মিশিয়ে নিন। photo source collected
advertisement
4/5
এবার ভাল করে মিশ্রনটি মিলিয়ে নিন। স্নানের আগে সারা শরীরে ভাল করে লাগান। photo source collected
advertisement
5/5
মাত্র পাঁচ মিনিট রাখুন। এরপর হালকা গরমজল দিয়ে ঘষে তুলে ফেলুন। সপ্তাহে দু'দিন করুন উপকার পাবেন। photo source collected