Coconut Water in Winter: শীতকালে ঠান্ডা লাগার ভয়ে ডাব খাচ্ছেন না? কিন্তু খেলে নিশ্চিত ৩ সুফল পাবেন
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Coconut Water in Winter: শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয়েতে বেশিরভাগ মানুষই ডাবের জল খেতে চায় না। চিকিৎসকদের মতে, শীতকালীন ক্লান্তি দূর করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ডাবের জল অত্যন্ত কার্যকর
advertisement
1/7

ডাবের জল খেলে পেট ঠান্ডা রাখে একথা কমবেশি আমরা সকলেই জানি। সারাবছর ধরে অনিককেই ডাব খেতে দেখলেও শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয়েতে বেশিরভাগ মানুষই ডাবের জল খেতে চায় না।
advertisement
2/7
তবে শুধুমাত্র ডাবের জল খেলেই যে ঠান্ডা লেগে যাবে এমন কোন কারণ নেই। বরং বিশেষজ্ঞরা বলছে ডাবের জল শীত কারে বিষ উপযোগী। এই জল শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
advertisement
3/7
চিকিৎসক ডাঃ আলাহিম শেখ জানাচ্ছেন, শীতকালে কাজ করার এনার্জি যোগাতেও সাহায্য করে এই জল। শরীরের আর্দ্রতা বজায়, উজ্জ্বল ও কোমল ত্বক সহ তাৎক্ষণিক শক্তি যোগায় ও হার্টের স্বাস্থ্য বজায় রাখে।
advertisement
4/7
শরীরের আর্দ্রতা বজায় রাখে: শীতকালে আমরা জল খুব কম খাই, যার ফলে শরীরে অজান্তেই জলশূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি হয়। ডাবের জলে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
advertisement
5/7
তাৎক্ষণিক শক্তি যোগায়:শীতের আলসেমি কাটাতে ডাবের জল প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে। এটি ক্লান্তি দূর করে শরীরকে চনমনে রাখে।
advertisement
6/7
উজ্জ্বল ও কোমল ত্বক: শীতকালে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। ডাবের জল খেলে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরের টক্সিন বেরিয়ে যায়, যার ফলে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকে এবং প্রাকৃতিক জেল্লা ফিরে আসে। এছাড়াও, নিয়মিত ডাবের জল খেলে ত্বক দাগছোপ মুক্ত থাকে ও চামড়া টান টান হতে দেখা যায়।
advertisement
7/7
হার্টের স্বাস্থ্য বজায় রাখে: যাঁদের ব্লাড প্রেসার হাই রয়েছে তাঁদের স্ট্রোকের ঝুঁকিও বেশি থাকে। তবে সাইট ডাবের জল খেলে এই সমস্যা থেকে নিজেকে দূরে রাখা যেতে পারে। এই পানীয়ে পটাশিয়াম থাকার জন্য কনকনে ঠান্ডাতেও রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর কারণেই হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতন সমস্যা কমানো যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coconut Water in Winter: শীতকালে ঠান্ডা লাগার ভয়ে ডাব খাচ্ছেন না? কিন্তু খেলে নিশ্চিত ৩ সুফল পাবেন