Benefits of Clove Oil: স্পার্ম কাউন্ট, যৌনক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক শারীরিক সমস্যার সমাধান লুকিয়ে লবঙ্গের তেলে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
একাধিক অসুবিধায় আমরা ভরসা করি লবঙ্গের তেলের উপর৷(Benefits of Clove Oil)
advertisement
1/6

ঠান্ডা লেগে সর্দিকাশি, গলার সংক্রমণ-সহ একাধিক সমস্যায় ঘরোয়া সঙ্গী হিসেবে আমাদের সঙ্গী লবঙ্গ৷ এর তেলও খুবই উপকারী৷ দাঁতের যন্ত্রণা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্বাত্থ-সহ একাধিক অসুবিধায় আমরা ভরসা করি লবঙ্গের তেলের উপর৷(Benefits of Clove Oil)
advertisement
2/6
কিন্তু জানেন কি বিশেষ করে পুরুষদের সমস্যাতেও লবঙ্গ খুবই উপকারী? পুরুষদের শরীরে টেস্টোটেরন হরমোনের মাত্রা বৃদ্ধই করে লবঙ্গ তেল সেবনে৷ এছাড়া স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে৷ পরিপাক ক্রিয়া উন্নত করে৷ মধুমেহ রোগের উপশমকারী লবঙ্গ তেল৷
advertisement
3/6
যৌন জীবন মসৃণ করে পুরুষদের বন্ধ্যাত্ব সমস্যা নিবারণ করে লবঙ্গতেল৷ টেস্টোটেরন হরমোনের মাত্রা এবং যৌনক্ষমতাও বৃদ্ধি পায় লবঙ্গের তেলে৷ একাধিক ভিটামিন, ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড, কার্বোহাইড্রেট, প্রোটিন থাকার ফলে বৃদ্ধি পায় স্পার্ম কাউন্ট ও স্পার্ম মোটিলিটি৷ অ্যারোমাথেরাপিতেও কার্যকর লবঙ্গ তেল৷
advertisement
4/6
ধূমপানের আসক্তি কেটে যায় লবঙ্গের তেলে৷ স্নানের সময় জলে লবঙ্গ তেল মিশিয়ে নিয়ে মন শান্ত হয়৷ পাশাপাশি স্ট্রেস ও উদ্বেগ দূর করে লবঙ্গের তেল রোধ করে শীঘ্রপতনের সমস্যাকে৷
advertisement
5/6
মধুমেহ রোগে খুবই উপযোগী লবঙ্গের তেল৷ এর ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না৷ রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷ একাধিক জীবাণু থেকে শরীরকে দূরে রেখে জীবাণুঘটিত সংক্রমণ প্রতিহত করে৷ এর মূল লক্ষ্যই শরীর থেকে সংক্রমণ ও জীবাণু দূরে রাখা৷
advertisement
6/6
বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় লবঙ্গের তেল৷ ঘরে স্প্রে করা যায় ক্লোভ এসেনশিয়াল অয়েল৷ এর সুবাস মনকে শান্ত রাখে৷ একাধিক শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে লবঙ্গতেল ব্যবহার করতে পারেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Clove Oil: স্পার্ম কাউন্ট, যৌনক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক শারীরিক সমস্যার সমাধান লুকিয়ে লবঙ্গের তেলে