Cleaning Tips: গাদাগাদা খরচ করে ক্লিনার নয়,কমোডের নোংরা দাগছোপ দূর হবে বাড়িতে থাকা ৩ জিনিসেই, নতুনের মতো ঝকঝকে পুরনো কমোড
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গাদাগাদা খরচ করে ব্র্যান্ডেদ ক্লিনার নয়, বাড়িতে থাকা সহজ ৩টে উপাদান দিয়ে বাড়ির পুরনো কমোড করুন নতুনের মতো ঝকঝকে
advertisement
1/7

বাড়ি যতই সাজিয়ে-গুছিয়ে রাখুন না কেন, বাথরুম যদি পরিষ্কার না থাকে, তবে সবটাই মাটি! আর বাথরুমে সবথেকে আগে যা নোংরা হয়, তা হল কমোড! বার বার ব্যবহারের ফলে কমোডে হলদেটে এবং নোংরা আস্তরণ পড়ে যায়!
advertisement
2/7
কমোডের জেদি দাগ তুলতে অনেকেই গাদাগাদা খরচা করে নানাবিধ ক্লিনার কেনেন! কিন্তু তাতে টাকা খরচই সায়, দাগ ওঠে না! উঠলেও ২ দিনের মধ্যেই কমোডের হতশ্রী দশা ফিরে আসে! তবে, ঘরোয়া উপায়ে বাড়িতে মজুত থাকা তিনটে উপাদান দিয়েই আপনি কমোড নতুনের মতো ঝকঝকে সাদা করে তুলতে পারেন! জেনে নিন সহজ পদ্ধতি--
advertisement
3/7
লেবুর রস ও নুন-- লেবুর রস ও নুনের মিশ্রণ কমোডের নোংরা হলুদ দাগ নিমেষে দূর করে। লেবুর রসে থাকে প্রাকৃতিক অম্লীয় উপাদান ও ব্লিচিং গুণ শত জেদি দাগ-ও হালকা করে দেয়।
advertisement
4/7
ভিনিগার-- কমোডের নোংরা দাগছোপ দূর করতে ভিনিগার ব্যবহার করতে পারেন। ভিনিগারের অম্লীয় উপাদান নোংরা দাগ দূর করে ঝটপট।
advertisement
5/7
বেকিং সোডা ও ভিনিগার-- বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণও কমোডের নোংরা দাগ দূর করে।
advertisement
6/7
লেবু ও বেকিং সোডা-- ২ টো লেবু, ১ চা চামচ বেকিং সোডা, ১ কাপ উষ্ণ গরম জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। যেখানে যেখানে দাগ বা ময়লা আছে, সেখানে এই ক্লিনার স্প্রে করে ১০–১৫ মিনিট রেখে দিন, যাতে লেবুর অ্যাসিড আর বেকিং সোডা কাজ করতে পারে।
advertisement
7/7
লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যা দাগ আর ক্যালসিয়ামের স্তর নরম করে ফেলে।বেকিং সোডা হালকা স্ক্রাবারের মতো কাজ করে এবং খুব বেশি ঘষা ছাড়াই ময়লা তুলে দেয়।এই দুইয়ের মিশ্রণে একদম প্রাকৃতিক এবং কার্যকর ক্লিনার তৈরি হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning Tips: গাদাগাদা খরচ করে ক্লিনার নয়,কমোডের নোংরা দাগছোপ দূর হবে বাড়িতে থাকা ৩ জিনিসেই, নতুনের মতো ঝকঝকে পুরনো কমোড