TRENDING:

Chirer Nanan Pod|Flattened Rice: রোজ খাদ্য তালিকায় চিড়ে? প্রতিদিনই এই ঘটনা ঘটছে শরীরের সঙ্গে!

Last Updated:
Lifestyle: চিড়ের অপার গুণ প্রতিদিন চিড়ে খেলে বেশ কিছু রোগ থেকে মুক্তি সম্ভব
advertisement
1/11
Flattened Rice: রোজ খাদ্য তালিকায় চিড়ে? প্রতিদিনই এই ঘটনা ঘটছে শরীরের সঙ্গে!
বাঙালির দৈনন্দিন জীবনের খাদ্যতালিকার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে চিড়ে ৷ চিড়ের বিভিন্ন পদ যেমন উপকারী তেমনই লোভনীয়ও বটে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
চিড়ে এক নয় এক হাজার উপকার আছে ৷ বেশিক্ষণ ধরে পেটভরা রাখতে বা খিদে মেটাতে চিড়ের অপার গুণ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
তবে চিড়ের কিছু অপকারও আছে ৷ বেশ কয়েক রকমের চিড়ে বাজারে কিনতে পাওয়া যায় প্রয়োজন মত সেই চিড়ে খাদ্যের চাহিদা মেটানো যেতে পার, যমেন মোটা চিড়ে, পাতলা চিড়ে বা ফাইল চিড়ে, ঢেঁকিছাঁটা চিড়ে ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
চিড়ে ডায়রিয়া, আলসারেটিভ কোলাইটিস, ডাইভারটিকুলাইসিস-সহ বহু রোগ প্রতিরোধের জন্য এক অবর্থ্য ওষুধ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
যাঁদের কিডনির সমস্যা আছে তাঁরা চিড়ে খেতে পারেন কেননা চিড়েতে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ কম আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এছাড়াও যদি খাবারের পদ হিসাবে ভাবা যায় সেক্ষেত্রে চিড়ে অতি উপাদেয় একটি খাদ্যবস্তু ৷ কেননা চিড়ের চিড়ে ভেজানো, চিড়েভাজা দিয়ে নানান মুখরোচক পদ আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
চিড়ের পোলাও, পোহা, চিড়ের কাটলেট অত্যন্ত পরিয় একটি খাবার, গরমের দিনে চিড়ে দই দিয়ে একটি লোভনীয় পদ অনেকেই খেয়ে থাকেন একই সঙ্গে মুড়িঘণ্টতেও চিড়ে দেওয়ার খাবারের জৌলুস বৃদ্ধির জন্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
এছাড়াও চিড়ে ও সুজি দিয়ে একটি অনবদ্য পদ য়া সত্যি সত্যি জিভে জল আনবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
তবে চিড়ের বেশ কিছু অপকারী দিকও আছে ৷ চিড়েতে বেশি শর্করা ও সমৃদ্ধ, তার সঙ্গে সিরাম ট্রাইগ্লিসারাইডের বেশি ঘনত্ব বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বৃদ্ধি করে ৷ তবে এই সংক্রান্ত সমস্যা শরীরে থাকলে তবেই চিড়ে খাওয়া নিয়ন্ত্রণ করা যেতে পারে নইলে সাধারণ ভাবেই জীবন যাপন করা উচিৎ, সাধারণ থাকা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
উপরিল্লিখিত বিষয়গুলি শুধুই তথ্য, রোগ সংক্রান্ত বিষয় ছাড়াও অন্য কোনও শরীর সংক্রান্ত বিষয়ে চিকিৎসক বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই যে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিৎ ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chirer Nanan Pod|Flattened Rice: রোজ খাদ্য তালিকায় চিড়ে? প্রতিদিনই এই ঘটনা ঘটছে শরীরের সঙ্গে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল