TRENDING:

Childhood Habits: এই বদ অভ্যাসেই ধ্বংস বাচ্চার ভবিষ্য‍ৎ! আপনার সন্তানের মধ্য়ে নেই তো এরকম কুলক্ষণ? আজই নজর দিন

Last Updated:
Childhood Habits: শৈশব থেকে যে কয়েকটি বদ অভ্যাস মানসিক সমস্যার দিকে ঠেলে দিচ্ছে শিশুদের, অভিভাবকও ভুল করছেন অজান্তে
advertisement
1/8
এই বদ অভ্যাসেই ধ্বংস বাচ্চার ভবিষ্য‍ৎ! আপনার সন্তানের মধ্য়ে নেই তো এরকম কুলক্ষণ?
বর্তমান সময়ে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যা একটি প্রধান জনস্বাস্থ্য উদ্বেগের বিষয়। শৈশব থেকে শিশুদের অতিরিক্ত ভালবাসা,অতিরিক্ত কেয়ারিং সমস্যা ঘটাতে পারে ভবিষ্যতে। কীভাবে একজন শিশুকে মানসিকভাবে প্রস্তুত রেখে কিভাবে বড় করা প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন, বিশেষজ্ঞ তাপস কুমার সেন।
advertisement
2/8
শৈশব থেকে কৈশোরের মধ্য দিয়ে যৌবনে উপনীত হওয়ার পর্যায়ে নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হয় শিশুদের। কিশোর বয়সে স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নতুন বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় হয়,তাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তৈরি হয় নিজস্ব চিন্তাধারা, দায়িত্বশীলতা।
advertisement
3/8
এই স্বাভাবিক বিকাশ কোনও কারণে ব্যাহত হলেই সমস্যার সূত্রপাত হয়। ছোটখাটো সমস্যারও সমাধান না করতে পেরে নিজের উপরে বিশ্বাস ও নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। শুরু হতে থাকে মানসিক সমস্যা। এর পাশাপাশি আরও একটি সমস্যাও অল্পবয়সিদের ক্ষেত্রে ইদানীং গুরুতর হয়ে উঠছে তা হল অতিরিক্ত চাহিদা এবং যেনতেন প্রকারে তা পূরণের চেষ্টা। আর যখনই তা ফলপ্রসূ হচ্ছে না, জন্ম নিচ্ছে হতাশা। পরে তা-ই ঠেলে দিচ্ছে আত্মহননের দিকে।
advertisement
4/8
বর্তমান সময়ে ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার ক্রমবর্ধমান হারে লক্ষ্য করা গেছে। পূর্বাভাস অনুসারে, আগামী দশকে আত্মহত্যার ঘটনা আরও বৃদ্ধি পাবে। শিশু কিশোরীদের মধ্যে, আত্মহত্যার সবচেয়ে সাধারণ কারণ পারিবারিক সমস্যা, শিক্ষাগত ব্যর্থতা, অসুস্থতা এবং বেকারত্ব। অসুস্থতা আত্মহত্যার অন্যতম প্রধান কারণ হিসেবে আবির্ভূত হয়েছে, সময়ের সঙ্গেএর উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
advertisement
5/8
কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার ধারণার বৃহত্তর কারণ জেনেটিক্স এবং পারিবারিক পরিবেশ থেকে দেখা গেছে যা মেজাজের ব্যাধি, আবেগপ্রবণ এবং আক্রমণাত্মক আচরণ হিসাবে দেখা যায়। কিশোর-কিশোরীদের মধ্যে মাদকদ্রব্যের অপব্যবহার, যৌন নির্যাতন, মানসিক যন্ত্রণা এবং শারীরিক নিষ্ক্রিয়তাও দায়ী হতে পারে।
advertisement
6/8
পরিবারের ব্যাপারটা হল আগের মত পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার প্রবনতা কমেছে, পরিবারের সঙ্গে কথাবার্তা বা গল্প করার মত ঘটনা কম হয়েছে। কেননা মানুষে মানুষে যোগাযোগটা আগের তুলনায় যন্ত্রের মাধ্যমে একটু বেশি হচ্ছে। আগে যেখানে সরাসরি হত। একই পরিবারে হয়ত চারজন মানুষ আছে। বাড়ি ফিরে চারজনই চারটি মোবাইল বা ল্যাপটপ নিয়ে সামাজিক যোগাযোগ রক্ষা করছে। আর তাতে শিশুদের গ্রাস করছে একাকিত্ব। সেই একাকিত্ব তাদের আত্মহত্যার দিকে এগিয়ে দিচ্ছে।
advertisement
7/8
গবেষণায় দেখা গিয়েছে, শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে আত্মহত্যার পেছনে কিছু না কিছু মানসিক সমস্যা যুক্ত থাকে। অবসাদ বা ডিপ্রেশনের সমস্যা এগুলির মধ্যে অন্যতম। এছাড়া, ‘বাইপোলার ডিসঅর্ডার’, বিভিন্ন ধরনের নেশার প্রবণতা, ব্যক্তিত্বের সমস্যা বা ‘পার্সোনালিটি ডিসঅর্ডার’, ‘স্কিৎজ়োফ্রেনিয়া’, ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার’ও আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। (তথ্য-রাকেশ মাইতি)
advertisement
8/8
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Childhood Habits: এই বদ অভ্যাসেই ধ্বংস বাচ্চার ভবিষ্য‍ৎ! আপনার সন্তানের মধ্য়ে নেই তো এরকম কুলক্ষণ? আজই নজর দিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল