Child Care: ঘুমের আগে 'গুডনাইট কিস'-এর অভ্যাস? এমন চুম্বনে আপনার শিশুর কী হচ্ছে জানলে চমকে উঠবেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Child Care|| বাচ্চাদের 'গুডনাইট কিস' দেওয়া শুধুমাত্র ভালবাসার প্রকাশ নয়। বাবা এবং মায়ের আদরের দুর্দান্ত ক্ষমতা রয়েছে। যা সারাদিনের ক্লান্তি, মনখারাপ এক নিমেষে ভুলিয়ে দিতে পারে।
advertisement
1/7

পৃথিবীতে যত সুন্দর সৃষ্টি আছে তার অন্যতম শিশু। সব বাবা-মার কাছে কাছেই তাঁর সন্তান খুবই প্রিয়। সবাই তাঁদের সন্তানদের, স্নেহ ও ভালবাসার ভরিয়ে রাখার চেষ্টা করে। বিভিন্ন সময় নানান অঙ্গভঙ্গির মাধ্যমে স্নেহ প্রদর্শন করে থাকে বাবা-মায়েরা। কখনও তা হয় আলিঙ্গন বা কখনও চুম্বন। প্রতীকী ছবি (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
এই অঙ্গভঙ্গি যে শুধু স্নেহ বা ভালবাসা প্রদর্শন করে তা নয়। এগুলি শিশুদের নিরাপত্তা দেয়। তারা নিজেদের সুরক্ষিত মনে করে বাবা-মায়েদের কাছে। সন্তানেরা বিশ্বাষ করেন যে বাবা-মায়েরা তাদের পাশেই থাকবে সবসময়।
advertisement
3/7
অনেক সময় এমন ঘটে যে বাচ্চারা যখন ছোট থাকে, বাবা-মা তাদের নিয়মিত আদর করে। কিন্তু তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনের চাপ বাড়ে। সময়ের অভাবে বাবা-মা ও সন্তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। প্রতীকী ছবি
advertisement
4/7
সারাদিনে উভয় পক্ষের ব্যস্ততার কারণেই অনেক সময় আদর করে হয়না শিশুটিকে। কিন্তু ঘুমানোর আগে স্নেহের প্রকাশ এবং বিশেষ করে 'গুডনাইট কিস' করা খুবই জরুরি। প্রতীকী ছবি
advertisement
5/7
ঘুমের আগে 'গুডনাইট কিস' সন্তানদের সঙ্গে সম্পর্ক জোরদার করে। সারাদিন আলাদা থাকলেও সে বঞ্চিত না, তা বুঝিয়ে দিতে পারে এই ভঙ্গিমা। প্রতীকী ছবি
advertisement
6/7
বাচ্চাদের 'গুডনাইট কিস' দেওয়া শুধুমাত্র ভালবাসার প্রকাশ নয়। বাবা এবং মায়ের আদরের দুর্দান্ত ক্ষমতা রয়েছে। যা সারাদিনের ক্লান্তি, মনখারাপ এক নিমেষে ভুলিয়ে দিতে পারে। প্রতীকী ছবি
advertisement
7/7
সারাদিনের পর মা এবং বাবার স্নেহ, 'গুডনাইট কিস' এবং ‘আমরা তোমাকে ভালবাসি’-এই কথাটা একটি শিশুর আত্ম-সম্মান এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। কারণ সে তার গুরুত্ব অনুভব করতে পারে। প্রতীকী ছবি (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child Care: ঘুমের আগে 'গুডনাইট কিস'-এর অভ্যাস? এমন চুম্বনে আপনার শিশুর কী হচ্ছে জানলে চমকে উঠবেন