TRENDING:

Chickpeas-Jaggery Benefits: সকালে খান ছোলা ও গুড়! এক মাসে ওজন কমে রোগা হয়ে যাবেন! উপকার জানলে রোজ খাবেন

Last Updated:
Chickpeas-Jaggery Benefits: সকালে ঘুম ভাঙলে খেয়ে নিন ভিজিয়ে রাখা ছোলা ও গুড় মিশিয়ে! বহু জটিল রোগ পালাবে! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/6
সকালে খান ছোলা ও গুড়! এক মাসে ওজন কমে রোগা হয়ে যাবেন! উপকার জানলে রোজ খাবেন
এবার রোজ খান গুড় ও ছোলা। যা খেলে উপকার পাবেন অনেক। এই কথা জানিয়েছেন পুষ্টিবিদ অরবিন্দা স্ব। হজমের সমস্যায় এই উপাদান ভাল কাজে দেবে।
advertisement
2/6
গুড়ের সঙ্গে ছোলা খেলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয়। এছাড়াও এই দুই উপকরণ একসঙ্গে খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
3/6
গুড় ও ছোলা একসঙ্গে খেলে সারাদিন আপনি একটুও ক্লান্তি অনুভব করবেন না। এছাড়াও এই দুই উপকরণ একসঙ্গে খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
4/6
গুড় এবং ছোলা দুটোই ওজন কমাতে খুবই উপকারী বলে মনে করা হয়। গুড়ের মধ্যে আঁশ থাকায় পেট সবসময় ভরা থাকে। ফলে কথায় কথায় খিদে পায় না।
advertisement
5/6
গুড় এবং ছোলা উভয়েই প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়। এই পুষ্টি উপাদানগুলির সাহায্যে শরীর সুস্থ থাকে।
advertisement
6/6
তাহলে আর দেরী কিসের রোজ খান ছোলা ও গুড়। নিঃসন্দেহে এই দুই উপাদানে আপনার শরীর হবে চনমনে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chickpeas-Jaggery Benefits: সকালে খান ছোলা ও গুড়! এক মাসে ওজন কমে রোগা হয়ে যাবেন! উপকার জানলে রোজ খাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল