TRENDING:

Interesting Facts| CHATGPT | Hen or Egg : ডিম আগে না মুরগি? অবশেষে বিশ্বের সবথেকে বড় রহস্য ফাঁস...

Last Updated:
Interesting Facts| CHATGPT | Hen or Egg : ChatGPT-এর মাধ্যমে যে কেউ যে কোনও প্রশ্নের উত্তর পেতে পারে কয়েক সেকেন্ডের মাধ্যমে। আর ডিম মুরগীর রহস্যও ফাঁস করল সে৷
advertisement
1/8
ডিম আগে না মুরগি? অবশেষে বিশ্বের সবথেকে বড় রহস্য ফাঁস...
মুরগি আগে না ডিম আগে? বিশ্বের সব থেকে রহস্যময় প্রশ্ন বোধহয় এটাই৷
advertisement
2/8
‘ডিম আগে নাকি মুরগি’ এ নিয়ে জল্পনার শেষ নেই। কারও মনে হয়ে ডিম আগে তো কেউ বলবেন, উহু, মুরগিই আগে, তারপরেই তো ডিম! এই চিরকালীন বিতর্কের সমাধান হয়তো কেউই দিতে পারেনি।
advertisement
3/8
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গিয়েছে, কয়েকশো বছর আগে পৃথিবীতে ছিল মুরগীর মতো দেখতে একটি বড় আকারের পাখি। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল। বিজ্ঞানীদের বক্তব্য, সেটি ছিল এক ধরনের 'প্রোটো-চিকেন'। সেই পাখি একটি ডিম পেড়েছিল। এরপর কিছু বিবর্তনগত পরিবর্তন ঘটে সেই ডিমে। আর সেই ডিম থেকেই বিবর্তন ঘটে আজকের মুরগির জন্ম! কাজেই এই বিশেষজ্ঞদের মতে, মুরগি নয়, আগে এসেছে ডিম। ডিমের মধ্যে মিউটেশন ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগির জন্ম হয়েছিল। তার মানে সেই ডিমের আগে কোনও মুরগি ছিল না। অর্থাৎ ডিম-ই আগে, মুরগি কিন্তু এসেছে পরেই। অতএব বলাই যায়, মুরগি মোটেই নয়, আগে ডিম, তারপরে মুরগি।
advertisement
4/8
এই প্রশ্নটিই জিজ্ঞাসা করা হয় চ্যাটজিপিটিকে৷ চ্যাটবটটি বলে, “বৈজ্ঞানিক দিক থেকে বলতে গেলে বহুদিন আগে একজন জীববিজ্ঞানী উত্তর দিয়েছিলেন, ডিম আগে এসেছে। একটি ব্যাকটিরিয়া ডিমের ভিত্তি তৈরি করেছিল। সেই ডিম থেকেই জন্ম নেয় মুরগি।” মুরগির আগেই যে ডিমের আগমন হয়েছে, সেই বিষয়টি পরিষ্কার করে চ্যাটজিপিটি।
advertisement
5/8
ChatGPT-এর মাধ্যমে যে কেউ যে কোনও প্রশ্নের উত্তর পেতে পারে কয়েক সেকেন্ডের মাধ্যমে। এই ChatGPT কিন্তু জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এও ব্যবহার করা যেতে পারে।
advertisement
6/8
ChatGPT-এর মতো অন্যান্য বেশ কিছু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI টুল রয়েছে। এটি যে কেউ সরাসরি জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ ব্যবহার করতে পারে। এর মাধ্যমে কোনও কিছু সার্চ করা আরও বেশি সহজ হবে।
advertisement
7/8
এবার ডিম-মুরগির রহস্যও সেই ফাঁস করে দিল
advertisement
8/8
চ্যাটজিপিটির দৌলতেই জানতে পেরে গেলাম মুরগি আগে না ডিম আগে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Interesting Facts| CHATGPT | Hen or Egg : ডিম আগে না মুরগি? অবশেষে বিশ্বের সবথেকে বড় রহস্য ফাঁস...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল