Bankura News: শত শত বছরের পুরানো বনানী ঘেরা বাঁকুড়ার রাজবাড়ি, সপ্তাহান্তে ঘুরে আসুন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bankura News: এমন একটা জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে নেই শহরের কোলাহল।
advertisement
1/6

কোন এক পড়ন্ত বিকেলে যদি আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে তবে মন চায় কোথাও নিরিবিলিতে একটু সময় কাটাতে।
advertisement
2/6
এমন একটা জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে নেই শহরের কোলাহল।
advertisement
3/6
গাছ গাছালিতে ভরা, শান্তির শীতলতায় যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এমন এক স্থানে যেতে মন টানে অনেকেরই।
advertisement
4/6
বড় বড় গগনচুম্বি গাছ দিয়ে ঘেরা যদি একটি পুরোনো ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রাজবাড়ি থাকে তাহলে সেই জায়গা হয়ে ওঠে অনেকটা বেশি রোমান্টিক।
advertisement
5/6
একসময় রাজ্য ছিল, রাজত্ব ছিল। আজ নেই কোনো রাজত্ব কিন্তু আছে রাজা এবং রাজ পরিবার। ছাতনা রাজবাড়ী
advertisement
6/6
বর্তমানে রাজবাড়ীর যুবরাজ জানিয়েছেন, পঞ্চায়েত স্তর থেকে কিছু সাহায্য এলেও হেরিটেজ এর জন্য কোনরকম প্রসার ঘটেনি। ভবিষ্যতে এই রাজবাড়ী এবং বাসুলি মন্দির চত্বরটাকে একটি পর্যটন কেন্দ্রের মত করে স্থাপন করার ইচ্ছে রয়েছে যার ফলে উঠে আসতে পারে রাজবাড়ি সংস্কারের টাকা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bankura News: শত শত বছরের পুরানো বনানী ঘেরা বাঁকুড়ার রাজবাড়ি, সপ্তাহান্তে ঘুরে আসুন