Tips For AC: গরমে ঘন্টার পর ঘন্টা এসি চালানোর আগে দেখে নিন ৫টি বিষয়! নইলে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Tips For AC In Heat Wave: গরম পড়তে না পড়তেই বেড়েছে এসির ব্যবহার। একটু শান্তিতে থাকতে হলে এসি ছাড়া নেই গতি। কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানোর আগে কয়েকটি বিষয় অবশ্য দেখে নিন। তা না হলেই হতে পারে মারাত্মক বিপদ।
advertisement
1/7

গ্রীষ্মের শুরুতেই তীব্র দীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। গরম পড়তে না পড়তেই বেড়েছে এসির ব্যবহার। একটু শান্তিতে থাকতে হলে এসি ছাড়া নেই গতি। কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানোর আগে কয়েকটি বিষয় অবশ্য দেখে নিন। তা না হলেই হতে পারে মারাত্মক বিপদ।
advertisement
2/7
ফিল্টার: ফিল্টার পরিষ্কার করুন। এতদিন বন্ধ থাকার ফলে এসির ফিল্টার গুলিতে নোংরা জমে থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা যার ফলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে অসুবিধা হতে পারে। ফিল্টার গুলি খুব সহজে আপনারা ঘরেই পরিষ্কার করতে পারেন। যা এসি থেকে ঠান্ডা হাওয়া বের হতে সাহায্য করবে।
advertisement
3/7
কয়েল: কয়েল পরিষ্কার করুন । ফিল্টারের মতন কয়েলগুলিতেও নোংরা জমে থাকতে পারে, তাই সেগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন।
advertisement
4/7
এসির তার: তার গুলি পরীক্ষা করুন। ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতেই পারে তাই এতদিন বন্ধ থাকার পর আবার নতুন করে চালানোর আগে একবার ইলেকট্রনিক্স দিকটা চেক করে নেবেন। তারগুলি ভালো করে চেক করে নেবেন সেখানে কোন সমস্যা রয়েছে কিনা।
advertisement
5/7
মোড অথবা তাপমাত্রা: এসি চালানোর আগে সেটি নির্দিষ্ট মোডে রয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন। তার তাপমাত্রা যথাযথ রয়েছে কিনা এবং যে তাপমাত্রা আপনি চাইছেন সেই অনুযায়ী যথাযথ ঠাণ্ডা হচ্ছে কিনা সেগুলো চেক করে নেওয়ার প্রয়োজন।
advertisement
6/7
আউট ডোর ইউনিট: সর্বোপরি বলা যায় এসির ভিতরের অংশটা পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন, তার সাথে বাইরের অংশগুলিও কিন্তু পরিষ্কার করা প্রয়োজন যেমন এসির বাইরের ফ্যান বা বডি অবশ্যই পরিষ্কার করবেন।
advertisement
7/7
এই উপায়গুলি মেনে না চললে এসি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একইসঙ্গে সট সার্কিটের মত বিপদও হতে পারে। তাই নিরাপত্তার খাতিয়ে ও এসির আয়ূ বাড়াতে অবশ্যই মানুন এই নিয়মগুলি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips For AC: গরমে ঘন্টার পর ঘন্টা এসি চালানোর আগে দেখে নিন ৫টি বিষয়! নইলে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ!