Cheap Shaak Health Benefit: বাজার থেকে সবজি কিনে আনেন আর এই শাকটা উপড়ে ফেলে দেন, নিজের হাতে হার্টের সর্বনাশ করছেন, সস্তার শাক রাখুন পাতে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Cheap Shaak Health Benefit: গন্ধের কারণে নাক শিটকাচ্ছেন! বহু গুণাগুণ সম্পন্ন সস্তার এই শাকের উপকারিতা জানলে চমকে যাবেন আপনিও!
advertisement
1/5

ফাইবার সমৃদ্ধ মুলো শাক কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে এই শাক। ফলে হৃদরোগের ঝুঁকি কমে এবং হার্ট সুস্থ থাকে।
advertisement
2/5
মুলো পাতায় আয়রন রয়েছে প্রচুর পরিমাণে। তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, তাদের জন্য খুবই উপকারী। তাছাড়া আয়রন শারীরিক ক্লান্তি ও দুর্বলতা কাটাতেও সাহায্য করে।
advertisement
3/5
যে মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান, তাঁরা নিয়মিত মুলো খেলে বুকের দুধ বাড়ে। পাইলস রোগীদের জন্যও মুলো অত্যন্ত উপকারী। নিয়মিত মুলো খেলে পাইলস রোগে আরাম পাওয়া যায়।
advertisement
4/5
মুলো পাতায় প্রচুর ভিটামিন সি রয়েছে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি জনিত সমস্যা এবং বিভিন্ন সংক্রমণ প্রতিহত করতে পারে।
advertisement
5/5
মুলোয় ক্যালোরি থাকে খুবই কম। মেটাবলিজম বৃদ্ধিতেও সাহায্য করে। তাই যারা ওজন কমানোর চেষ্টায় আছেন, তাঁরা প্রতিদিন ডায়েটে মুলো শাক রাখতেই পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cheap Shaak Health Benefit: বাজার থেকে সবজি কিনে আনেন আর এই শাকটা উপড়ে ফেলে দেন, নিজের হাতে হার্টের সর্বনাশ করছেন, সস্তার শাক রাখুন পাতে