TRENDING:

Cheap Hotel Booking In Shantiniketan: বড়দিনের ছুটিতে ট্রিপে শান্তিনিকেতন, সস্তায় দারুণ সব হোটেল, বুকিং সেরে নিন এখুনি

Last Updated:
Cheap Hotel Booking In Shantiniketan: বোলপুরে হোটেল ভাড়া নিয়ে বড় আপডেট, জেনে নিন বিস্তারিত
advertisement
1/5
বড়দিনের ছুটিতে ট্রিপে শান্তিনিকেতন, সস্তায় দারুণ সব হোটেল, বুকিং সেরে নিন এখুনি
বীরভূম: আর দিন কয়েক পরেই যীশুখ্রীষ্ট জন্মদিন অর্থাৎ বড়দিন, একদিকে যেমন বড়দিন ঠিক এই পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের সবচেয়ে বড় উৎসব পৌষ মেলা। প্রত্যেক বছর এই পৌষ মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতন চত্বরজুড়ে। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক শুধুমাত্র এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার আনন্দ উপভোগ করবার জন্য ছুটে আসেন। ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছর পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়ে ছয় দিনের জন্য সারম্বরের সঙ্গে পালিত হবে পৌষ মেলা উৎসব। তথ্য ঘাটলে জানা যায় ১৮৯৪ সালে ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে মন্দিরের উল্টোদিকের মাঠে একটি ছোটো মেলা আয়োজন করা হয়েছিল। সেই মেলায় আজ পৌষ মেলার আকার ধারণ করেছে।
advertisement
2/5
১৮৯৪ সাল থেকে ধারাবাহিক ভাবে আয়োজিত হয়েছে পৌষমেলা। ১৯৪৩ সালে দেবেন্দ্রনাথের দীক্ষাগ্রহণের শতবর্ষে মন্বন্তরের কারণে এবং ১৯৪৬-এ সাম্প্রদায়িক অশান্তির কারণে মেলা আয়োজন সম্ভব হয়নি। প্রথম দিকে ব্রাহ্মমন্দিরের (যা কাচমন্দির নামেও পরিচিত) উত্তর দিকের মাঠে মেলা আয়োজিত হত। সেই দিন সান্ধ্য উপাসনার পর বাজি পোড়ানো হত। পরে মেলার আয়তন বৃদ্ধি পেলে শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে মেলার আয়োজন শুরু হয়।
advertisement
3/5
প্রসঙ্গত, পৌষমেলায় দূষণ হচ্ছে এই মর্মে ২০১৬ সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছিলেন সুভাষ দত্ত। ২০১৭ সালে আদালত মেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা দেন। প্লাস্টিক বর্জন, কাঠ বা কয়লার উনুন ব্যবহার করা যাবে না, শব্দ মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, মেলার মাঠে পর্যাপ্ত জল দিতে হবে, বায়ো টয়লেট ব্যবহার করতে হবে ইত্যাদি। গত বছরের মতন এবারও এগুলির উপর বিশেষ নজর দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনটাই জানান উপাচার্য।
advertisement
4/5
তবে সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে পর্যটকদের কাছে হোটেলের ভাড়া এবং হোটেল বুকিং করা নিয়ে। কারণ যেহেতু এই সময় প্রায় লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতনে মেলা দেখার জন্য সেই কারণে হোটেল ভাড়া বেড়ে যায় প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ। তবে আপনি যদি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির যে হাট রয়েছে সেই হাটের আশেপাশের বিভিন্ন রিসোর্ট এ থাকতে চান তাহলে এখন থেকেই বুকিং করে রাখলে আপনাকে অনেকটাই কম টাকা খরচ করতে হবে।
advertisement
5/5
এছাড়াও সোনাঝুরির হাটের আশেপাশে যে সমস্ত হোটেল অথবা রিসোর্ট রয়েছে সেই হোটেল এবং রিসোর্ট গুলিতে পর্যটকদের জন্য সন্ধ্যা বেলায় বাউল গানের আখড়ার আয়োজন করা হয়। তাই আপনি চাইলে এবার সোনাঝুরির হাটের আশেপাশে যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেই হোটেলে আপনার বুকিং সেরে ফেলুন। Input- Souvik Roy
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cheap Hotel Booking In Shantiniketan: বড়দিনের ছুটিতে ট্রিপে শান্তিনিকেতন, সস্তায় দারুণ সব হোটেল, বুকিং সেরে নিন এখুনি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল