Navi Chikitsa: বয়স হাঁটবে উল্টো দিকে! যৌবন পোষ মানবে আজীবন! রাতে নাভিতে এই তেল মালিশ করুন কয়েক ফোঁটা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Navi Chikitsa: কয়েক হাজার বছর ধরে নাভিতে রাতে তেলমালিশ করার রীতি প্রচলিত বিভিন্ন দেশে। এমনকী, এখন বিদেশেও এই ধরনের ঘরোয়া টোটকা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে
advertisement
1/6

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল নাভিদেশ বা নাভি। দীর্ঘ কয়েক হাজার বছর ধরে নাভিতে রাতে তেলমালিশ করার রীতি প্রচলিত বিভিন্ন দেশে।
advertisement
2/6
এমনকী, এখন বিদেশেও এই ধরনের ঘরোয়া টোটকা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অস্ট্রেলীয় বারবারা ও’নিল বলেছেন নাভিতে রাতে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল মালিশ করার একাধিক উপকারিতা।
advertisement
3/6
ক্যাস্টর অয়েলে আছে রিসিনোলেইক অ্যাসিড। এর অ্যান্টিইনফ্লেম্যাটরি গুণ ব্যথা কমায়। পিরিয়সের সময় রাতে ঘুমনোর আগে কয়েক ফোঁটা এই তেল মালিশ করলে ক্র্যাম্প থেকে রেহাই পাবেন।
advertisement
4/6
নাভিতে নিয়মিত তেল মালিশ করলে হজমের সব সমস্যা দূর হয়। খাবার পরিপাকে সুবিধে হয়।
advertisement
5/6
নাভিতে ক্যাস্টর অয়েল মালিশ করলে ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল হয়। ত্বকে বয়সের ছাপ পড়ে না। নতুন তুল জন্মাতে সাহায্য করে।
advertisement
6/6
কিডনিতে পাথর জমার আশঙ্কা থাকলেও নাভিতে নিয়মিত ক্যাস্টর অয়েল মালিশ করুন রাতে। সমস্যা থেকে মুক্তি পােবন দ্রুত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Navi Chikitsa: বয়স হাঁটবে উল্টো দিকে! যৌবন পোষ মানবে আজীবন! রাতে নাভিতে এই তেল মালিশ করুন কয়েক ফোঁটা