Cancer: মহিলাদের মধ্যে বাড়ছে জরায়ুর এই রোগ! কী বলছেন ক্যানসার চিকিৎসক?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Cancer: প্রতিরোধ তৈরি করতে প্রথমেই নিতে হবে প্রতিষেধক। এই ক্ষেত্রে সরকারি হাসপাতাল থেকে কিংবা প্রাইভেটে ৯-১৪ বছরের মেয়েদের এই ক্যানসারের প্রতিষেধক নিতে হবে।
advertisement
1/6

advertisement
2/6
চিত্তরঞ্জন ক্যানসার হসপিটালের গাইনো অংকলোজি বিভাগের ডঃ কঙ্কনা উমারিয়া সরাসরি বললেন এই ক্যানসারের খুঁটিনাটি। তিনি বলেন,
advertisement
3/6
ঋতুস্রাব অনিয়মিত হলে বা না হলে কিংবা ঋতুস্রাবের সঙ্গে সাদা তরল ক্ষরণ হলে এই রোগের সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একাধিক ব্যক্তির সঙ্গে যৌণ মিলন করলেও সারভিক্যাল ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে জীবনধারাও অনুশাসন নিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে।
advertisement
4/6
আর্থসামাজিকভাবে পিছিয়ে যাওয়া মহিলাদের মধ্যে এই রোগ বেশি দেখা যায় কারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এবং খাদ্যাভাস ঠিক থাকেনা। ফলেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, সঙ্গে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে
advertisement
5/6
ভয়ানক এই রোগের বিরুদ্ধে সময় থাকতেই খুব সামান্য খরচে প্রতিরোধ তৈরি করা সম্ভব। তবে কোন রকম লক্ষণ দেখা দিলে অবশ্যই পরীক্ষা করাতেই হবে।
advertisement
6/6
হিউমান প্যাপিলোমা ভাইরাস। সাধারণত যৌন মিলনের মাধ্যমে এই রোগ দেখা যায়।