Button: বলুন তো কীভাবে শুরু হল পোশাকে বোতামের ব্যবহার? উত্তর জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

পোশাকের অপরিহার্য অঙ্গ হল বোতাম! জামা কিংবা প্যান্টে বোতাম নেই, কেউ ভাবতেই পারে না! কিন্তু কীভাবে শুরু হল বোতামের ব্যবহার? জানলে চমকে যাবেন
advertisement
2/5
পোশাকের আপাত অবহেলিত অথচ সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু হল বোতাম। এই বোতাম সিন্ধু সভ্যতার দান। মহেঞ্জোদারো-হরাপ্পার বাসিন্দারা প্রথম চেনায় বোতাম। তার আগে বোতামের ব্যবহার মানুষের জানা ছিল না।
advertisement
3/5
সিন্ধু সভ্যতায় বোতামের ব্যবহার শুরু হয়। সেই বোতাম তৈরি হত সমুদ্রের শামুক, ঝিনুকের খোল থেকে।
advertisement
4/5
সেই সময় শামুক, ঝিনুকের খোলে ফুটো করে তাতে ঘর করে তৈরি হত বোতাম। এখন অবশ্য প্লাস্টিক, কাঁচ মায় কাঠ দিয়েও বোতাম তৈরি হয়।
advertisement
5/5
আবিষ্কারের হাজার হাজার বছর পরেও গুরুত্বের দিক থেকে অপরিসীমই রয়ে গিয়েছে সিন্ধু সভ্যতার এই দান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Button: বলুন তো কীভাবে শুরু হল পোশাকে বোতামের ব্যবহার? উত্তর জানলে চমকে যাবেন