TRENDING:

টলোমলো পায়ে মাতাল হয়ে মণ্ডপে হাজির বর, ১০ মিনিটে 'সব' শেষ...! এ কী করলেন কনের মা...!

Last Updated:
Bride Groom Story: চমকে দেওয়া এই ঘটনা মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল। ভিডিওটি দেখে দেশ জুড়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরাও।
advertisement
1/11
টলোমলো পায়ে মাতাল হয়ে মণ্ডপে হাজির বর, ১০ মিনিটে 'সব' শেষ! এ কী করলেন কনের মা..
বিয়েকে বলা হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক। প্রতিটি ছেলে মেয়েই অনেক স্বপ্ন ও সাধ নিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। প্রত্যেক ছেলে মেয়ের মতো তাঁদের বাবা-মায়েদেরও সন্তানের বিয়ে নিয়ে থাকে হাজার চিন্তা।
advertisement
2/11
ভারতীয় সমাজে দেখাশোনা বা সম্বন্ধ করে যেমন বিয়ে হয় তেমনই আবার আজকাল বাড়ছে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে। প্রথম ক্ষেত্রে দুই পরিবার আগে থেকেই নিজেদের মধ্যে দেখাশোনা ও আলাপ পরিচয় করে থাকেন। পাত্র-পাত্রী অবশ্য খুব কম সুযোগই পান মেলামেশার। প্রেমের সম্পর্কে অবশ্য সেই সুযোগ থাকে।
advertisement
3/11
কিন্তু, কী হয় যদি বিয়ের আগের মুহূর্তেই এমন কিছু সামনে আসে যা কনে বা বরের পরিবারের মাথায় বজ্রপাতের মতো হয়ে আঘাত করে? আজকাল আমরা কিন্তু প্রায়ই দেখি বিয়ের আগের দিনই হঠাৎ কোনও কারণে বিয়ে বাতিল হয়ে যাচ্ছে।
advertisement
4/11
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। বিয়ের দিন বিয়ের আনন্দে ভেসে গিয়ে বরযাত্রী তার বন্ধুদের নিয়ে মত্ত হয়ে মণ্ডপে এসে হাজির হন। শুরু করেন চরম অসভ্যতা। যা দেখে চোখ কপালে ওঠে বিয়েবাড়ির সকলের।
advertisement
5/11
কনের মা বিষয়টি জানতে পেরে এমন কিছু করে বসেন যা অবাক করে দেয় সবাইকে। চমকে দেওয়া এই ঘটনা মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল। ভিডিওটি দেখে দেশ জুড়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরাও।
advertisement
6/11
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই বিয়ের অনুষ্ঠানে বর-কনের আত্মীয়রা বেশ খুশিই ছিলেন। আর কিছুক্ষনেই বিয়ের আচার শুরু হবে, তাই হবু বরকে খুঁজছিলেন সবাই। এই সময়ই অপ্রত্যাশিতভাবে বর বা বাবাজির আবির্ভাব হয় ছাদনাতলায়।
advertisement
7/11
টলোমলো পায়ে তাঁকে আসতে দেখে চমকে যান উপস্থিত সবাই। বর আসার সঙ্গে সঙ্গে পুরো মণ্ডপ ভরে যায় মদের গন্ধে। বিয়ের আনন্দে উন্মত্ত মাতাল হয়ে হাজির হন বরযাত্রীরাও। শুধু তাই নয়, মণ্ডপে পৌঁছনোর পর বরের আচার-আচরণ সম্পূর্ণ বদলে যায়।
advertisement
8/11
সব দেখেশুনে কনের পরিবারের সদস্যরা ও স্বজনরা অপ্রস্তুত হয়ে যান। তবে বর তার আচরণ এতটুকু বদলায়নি। বিয়েতে যে মঙ্গলসূত্র অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সেই মঙ্গলসূত্রকেও সম্মান করেননি তিনি। মঙ্গলসূত্রের খালি পর্যন্ত ছুড়ে ফেলে দেন তিনি।
advertisement
9/11
এরপরেই নাটক বদলে যায়। বড় সিদ্ধান্ত নিয়ে বসেন কনের মা। তিনি বলেন, মঞ্চেই এই বিয়ে বাতিল করা হচ্ছে। কনের মা বলেন, "বিয়ের দিনই এমন হাল হলে ভবিষ্যতে আমার মেয়ের কী হবে! আমি আমার মেয়েকে এমন একজন ব্যক্তির কাছে দিতে চাই না।" দুই হাত জোর করে মঞ্চে দাঁড়িয়ে বিয়ে বাতিল করতে ও বরযাত্রীদের ফিরে যেতে বলেন কনের মা।
advertisement
10/11
এই সময়, বরের আত্মীয়রা তাঁকে এই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বললেও তিনি পিছপা হননি। এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা হলে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। তবে ভিডিও দেখে বেশিরভাগ নেটিজেনরাই মেয়ের মায়ের এই সিদ্ধান্তকে সমর্থন করে মন্তব্য করেছেন।
advertisement
11/11
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, "মা তাঁর মেয়েকে আজ একজন মাদকাসক্তের হাত থেকে বাঁচিয়েছেন"। অন্য একজন ব্যবহারকারী এই সিদ্ধান্তকে সমর্থন করে মন্তব্য করেছেন, "খুব ভাল.. প্রতিটি মায়ের এমন হওয়া উচিত'।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
টলোমলো পায়ে মাতাল হয়ে মণ্ডপে হাজির বর, ১০ মিনিটে 'সব' শেষ...! এ কী করলেন কনের মা...!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল